সম্পাদকীয়
পবিত্র রমজান মাসের রোজার শেষে আসছে খুশির ঈদ। সত্যি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বছরের অন্য দিনগুলো যেমনই কাটুক না কেন, ঈদের দিনটিতে আনন্দ-উচ্ছ্বাস আমাদের একটি
রীতি হয়ে দাঁড়িয়েছে। ঈদের দিনে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুঃখ-বিষাদ ভুলে সবাই আনন্দে মেতে উঠতে চেষ্টা করে। আসলেই কি সবাই খুশি মনে, আনন্দের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারে? পারে না। আমাদের সমাজ, রাষ্ট্র, রাজনীতি কিছুই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেনি। মুখে যে যা-ই বলি না কেন, বাস্তবতা কঠোর এবং মানুষের সুখ ও আনন্দ নির্ভর করে বাস্তবতার ওপরই।
ঈদ উদ্যাপনের বিভিন্ন প্রস্তুতি, কেনাকাটা, আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ পালনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন যানবাহনের টিকিট নিয়ে হুড়োহুড়ি কাড়াকাড়ির খবরের পাশাপাশি এমন খবরও গণমাধ্যমে ছাপা হচ্ছে, যা মনকে ভারাক্রান্ত না করে পারে না। দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত দুটি খবরের প্রতি নজর পড়ায় মনে হচ্ছে, আনন্দের সঙ্গেই যেন বিষাদ জড়িয়ে চলে।
প্রথম খবরটি হলো, রাজশাহীর দুর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়নের দুর্গাদহ গ্রামের আবু বাক্কার নামের ৫৫ বছর বয়সী একজন ব্যবসায়ী আমবাগানে গিয়ে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছেন। তাঁর পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল, ঋণ পরিশোধের জন্য তাঁকে পাওনাদারেরা চাপ দিচ্ছিলেন। তাঁর ২০ থেকে ২৫ লাখ টাকা ঋণ ছিল। একজন ব্যবসায়ী টাকা ধার করে পরিশোধে কেন ব্যর্থ হলেন, তা সংবাদ থেকে জানা যায়নি। তিনি যেভাবে জীবনের দেনা-পাওনার হিসাব মেটালেন, সেটা মোটেও সমর্থনযোগ্য নয়। কিন্তু কোনো উপদেশই তো আর তাঁকে ফিরিয়ে আনতে পারবে না।
দ্বিতীয় খবরটি হলো, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইমন খন্দকার নামে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র মঙ্গলবার ভোরে কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে। কয়েক মাস আগে ইমনের বাবা কাউকে না জানিয়ে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর মা ও বোনের দায়িত্ব এসে পড়ে তার ওপর। সংসারের হাল ধরতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করে সে। সেই রিকশাটিও সম্প্রতি চুরি হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে ইমন।
ভিন্ন দুটি কারণে দুজন মানুষের আত্মহত্যার ঘটনা থেকে এটা বোঝা যাচ্ছে যে প্রতিকূলতার সঙ্গে লড়াই করার মানসিক দৃঢ়তা হারিয়ে দুঃখকষ্ট থেকে মুক্তির উপায় হিসেবে আত্মহত্যার পথ বেছে নেওয়ার প্রবণতা সমাজে বাড়ছে। কষ্টসহিষ্ণু হিসেবে আমাদের দেশের মানুষের সুনাম আছে। দুঃখ-দারিদ্র্য-প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অভ্যস্ত বাঙালির মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে, এর আর্থসামাজিক-মনস্তাত্ত্বিক কারণ অনুসন্ধানের সময় এসেছে বলেই মনে হয়।
পবিত্র রমজান মাসের রোজার শেষে আসছে খুশির ঈদ। সত্যি ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। বছরের অন্য দিনগুলো যেমনই কাটুক না কেন, ঈদের দিনটিতে আনন্দ-উচ্ছ্বাস আমাদের একটি
রীতি হয়ে দাঁড়িয়েছে। ঈদের দিনে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুঃখ-বিষাদ ভুলে সবাই আনন্দে মেতে উঠতে চেষ্টা করে। আসলেই কি সবাই খুশি মনে, আনন্দের সঙ্গে ঈদ উদ্যাপন করতে পারে? পারে না। আমাদের সমাজ, রাষ্ট্র, রাজনীতি কিছুই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেনি। মুখে যে যা-ই বলি না কেন, বাস্তবতা কঠোর এবং মানুষের সুখ ও আনন্দ নির্ভর করে বাস্তবতার ওপরই।
ঈদ উদ্যাপনের বিভিন্ন প্রস্তুতি, কেনাকাটা, আত্মীয়স্বজনের সঙ্গে ঈদ পালনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন যানবাহনের টিকিট নিয়ে হুড়োহুড়ি কাড়াকাড়ির খবরের পাশাপাশি এমন খবরও গণমাধ্যমে ছাপা হচ্ছে, যা মনকে ভারাক্রান্ত না করে পারে না। দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত দুটি খবরের প্রতি নজর পড়ায় মনে হচ্ছে, আনন্দের সঙ্গেই যেন বিষাদ জড়িয়ে চলে।
প্রথম খবরটি হলো, রাজশাহীর দুর্গাপুর উপজেলা জয়নগর ইউনিয়নের দুর্গাদহ গ্রামের আবু বাক্কার নামের ৫৫ বছর বয়সী একজন ব্যবসায়ী আমবাগানে গিয়ে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেছেন। তাঁর পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা ছিল, ঋণ পরিশোধের জন্য তাঁকে পাওনাদারেরা চাপ দিচ্ছিলেন। তাঁর ২০ থেকে ২৫ লাখ টাকা ঋণ ছিল। একজন ব্যবসায়ী টাকা ধার করে পরিশোধে কেন ব্যর্থ হলেন, তা সংবাদ থেকে জানা যায়নি। তিনি যেভাবে জীবনের দেনা-পাওনার হিসাব মেটালেন, সেটা মোটেও সমর্থনযোগ্য নয়। কিন্তু কোনো উপদেশই তো আর তাঁকে ফিরিয়ে আনতে পারবে না।
দ্বিতীয় খবরটি হলো, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইমন খন্দকার নামে রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির এক ছাত্র মঙ্গলবার ভোরে কাঞ্চন পৌরসভার ত্রিশকানিয়া এলাকার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্ত হয়ে সে আত্মহত্যা করেছে। কয়েক মাস আগে ইমনের বাবা কাউকে না জানিয়ে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান। এরপর মা ও বোনের দায়িত্ব এসে পড়ে তার ওপর। সংসারের হাল ধরতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালানো শুরু করে সে। সেই রিকশাটিও সম্প্রতি চুরি হয়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে ইমন।
ভিন্ন দুটি কারণে দুজন মানুষের আত্মহত্যার ঘটনা থেকে এটা বোঝা যাচ্ছে যে প্রতিকূলতার সঙ্গে লড়াই করার মানসিক দৃঢ়তা হারিয়ে দুঃখকষ্ট থেকে মুক্তির উপায় হিসেবে আত্মহত্যার পথ বেছে নেওয়ার প্রবণতা সমাজে বাড়ছে। কষ্টসহিষ্ণু হিসেবে আমাদের দেশের মানুষের সুনাম আছে। দুঃখ-দারিদ্র্য-প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অভ্যস্ত বাঙালির মধ্যে আত্মহত্যার প্রবণতা কেন বাড়ছে, এর আর্থসামাজিক-মনস্তাত্ত্বিক কারণ অনুসন্ধানের সময় এসেছে বলেই মনে হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫