কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কালভার্ট নির্মাণ করে। এতে একটি নালা বন্ধ হয়ে যাওয়ায় বাড়ির ময়লা দুর্গন্ধযুক্ত পানি রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমন অবস্থায় রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষ পড়েছে বিপাকে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও সওজ বিভাগ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয়রা জানান, কমলগঞ্জের গুরুত্বপূর্ণ বাজার শমশেরনগর চৌমুহনা। এই এলাকা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ হয়ে এ পথ ব্যবহার করে শমশেরনগর বিমানবন্দর, বিভাগীয় শহর ও ভারতের ত্রিপুরার কৈলাশহরে রপ্তানিযোগ্য পণ্য যায় এবং ভিসাধারী যাত্রীরা যাতায়াত করেন। তা ছাড়া বিভিন্ন চা-বাগানের মানুষ ও যানবাহন চলাচল করে এ পথে। রাস্তা এমন বেহাল হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। এই অবস্থায় তাঁরা দ্রুত নালা দিয়ে ময়লা নিষ্কাশনব্যবস্থার দাবি জানান।
শমশেরনগর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, ৩ মাস ধরে শমশেরনগর-কুলাউড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনের একটি কালভার্ট তৈরি করায় নালা দিয়ে ময়লা নিষ্কাশিত হচ্ছে না। চৌমুহনা থেকে শমশেরনগর চা-বাগান সড়ক ও চাতলাপুর সড়কের নালা দিয়ে বিভিন্ন বাসাবাড়ির ময়লা পানি নিষ্কাশিত হয়। চৌমুহনা এলাকার নালা ভরাট হয়ে যাওয়ায় তা রাস্তার ওপর দিয়ে যাচ্ছে।
শমশেরনগর বাজারের ব্যবসায়ী সাকিব আহমেদ বলেন, ‘একটি নালার পানিপ্রবাহ বন্ধ হয়ে বাড়ির ময়লা পানির সঙ্গে প্রস্রাব মিশ্রিত হয়ে রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। এ পানি মাড়িয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও যানবাহনের চাকার চাপে ময়লা পানি জামাকাপড়ে এসে পড়ছে। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ দেখছে বলে মনে হয় না।’
স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, নালার পানি রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। আর বৃষ্টির পর এই এলাকায় ২ ফুট পরিমাণ ময়লা পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি করে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোশারফ হোসেন বলেন, কালভার্ট নির্মাণের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হলে পানি জমে পুলিশ ফাঁড়ি চত্বরেও ঢোকে।
মোশারফ হোসেন আরও বলেন, চৌমুহনা এলাকার একটি নালার ভেতর মাটি ও পাথরে ভরে গেছে। ফলে নালার পানিপ্রবাহ বন্ধ হয়ে রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। সওজ বিভাগ বন্ধ থাকা নালা ভেঙে সেখানে কালভার্ট তৈরি না করলে এ সমস্যার সমাধান হবে না।
সওজ বিভাগের একজন পর্যবেক্ষক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।এ বিষয়ে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন বলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও বিএএফ শাহীন কলেজের সামনের দুটি কালভার্ট নির্মাণ শেষ হয়েছে। এ পথে আর যানজট হবে না। পানিনিষ্কাশনের সমস্যাও দূর হবে। তবে চৌমুহনা থেকে চাতলাপুর সড়কের নালার ওপর কালভার্ট তৈরি করে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কালভার্ট নির্মাণ করে। এতে একটি নালা বন্ধ হয়ে যাওয়ায় বাড়ির ময়লা দুর্গন্ধযুক্ত পানি রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে এই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এমন অবস্থায় রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষ পড়েছে বিপাকে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, স্থানীয় প্রশাসন ও সওজ বিভাগ এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। স্থানীয়রা জানান, কমলগঞ্জের গুরুত্বপূর্ণ বাজার শমশেরনগর চৌমুহনা। এই এলাকা দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ হয়ে এ পথ ব্যবহার করে শমশেরনগর বিমানবন্দর, বিভাগীয় শহর ও ভারতের ত্রিপুরার কৈলাশহরে রপ্তানিযোগ্য পণ্য যায় এবং ভিসাধারী যাত্রীরা যাতায়াত করেন। তা ছাড়া বিভিন্ন চা-বাগানের মানুষ ও যানবাহন চলাচল করে এ পথে। রাস্তা এমন বেহাল হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা। এই অবস্থায় তাঁরা দ্রুত নালা দিয়ে ময়লা নিষ্কাশনব্যবস্থার দাবি জানান।
শমশেরনগর বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, ৩ মাস ধরে শমশেরনগর-কুলাউড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির সামনের একটি কালভার্ট তৈরি করায় নালা দিয়ে ময়লা নিষ্কাশিত হচ্ছে না। চৌমুহনা থেকে শমশেরনগর চা-বাগান সড়ক ও চাতলাপুর সড়কের নালা দিয়ে বিভিন্ন বাসাবাড়ির ময়লা পানি নিষ্কাশিত হয়। চৌমুহনা এলাকার নালা ভরাট হয়ে যাওয়ায় তা রাস্তার ওপর দিয়ে যাচ্ছে।
শমশেরনগর বাজারের ব্যবসায়ী সাকিব আহমেদ বলেন, ‘একটি নালার পানিপ্রবাহ বন্ধ হয়ে বাড়ির ময়লা পানির সঙ্গে প্রস্রাব মিশ্রিত হয়ে রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। এ পানি মাড়িয়ে আমাদের যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা ও যানবাহনের চাকার চাপে ময়লা পানি জামাকাপড়ে এসে পড়ছে। বিষয়টি স্থানীয় প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ দেখছে বলে মনে হয় না।’
স্থানীয় বাসিন্দা সবুজ মিয়া বলেন, নালার পানি রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। আর বৃষ্টির পর এই এলাকায় ২ ফুট পরিমাণ ময়লা পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি করে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মোশারফ হোসেন বলেন, কালভার্ট নির্মাণের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হলে পানি জমে পুলিশ ফাঁড়ি চত্বরেও ঢোকে।
মোশারফ হোসেন আরও বলেন, চৌমুহনা এলাকার একটি নালার ভেতর মাটি ও পাথরে ভরে গেছে। ফলে নালার পানিপ্রবাহ বন্ধ হয়ে রাস্তার ওপর দিয়ে যাচ্ছে। সওজ বিভাগ বন্ধ থাকা নালা ভেঙে সেখানে কালভার্ট তৈরি না করলে এ সমস্যার সমাধান হবে না।
সওজ বিভাগের একজন পর্যবেক্ষক বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।এ বিষয়ে সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন বলেন, শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও বিএএফ শাহীন কলেজের সামনের দুটি কালভার্ট নির্মাণ শেষ হয়েছে। এ পথে আর যানজট হবে না। পানিনিষ্কাশনের সমস্যাও দূর হবে। তবে চৌমুহনা থেকে চাতলাপুর সড়কের নালার ওপর কালভার্ট তৈরি করে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৫ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪