Ajker Patrika

গুঞ্জনে ভাসছে নানা কথা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৯: ০৯
Thumbnail image

বছর দুই আগেই গুঞ্জন উঠেছিল চিত্রনায়িকা বুবলী মা হয়েছেন। বুবলীর সন্তানের পিতা হিসেবে শোনা গিয়েছিল শাকিব খানের নাম। তবে এই বিষয়ে শাকিব বা বুবলী কখনোই মুখফুটে কিছু বলেননি। ফলে চাপা পড়ে যায় সেই গুঞ্জন। গত বুধবার চাপা পড়া সে গুঞ্জনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের বেবি বাম্প দেখিয়ে দুটি ছবি প্রকাশ করেন বুবলী। ক্যাপশনে লেখেন, ‘মি উইথ মাই লাইফ’। সঙ্গে জুড়ে দিয়েছেন ‘Throwback আমেরিকা’ হ্যাশট্যাগ। ফলে ধরে নেওয়া যায় ২০২০ সালে বুবলী যখন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, ছবিগুলো সেই সময় তোলা।

দিনভর ওই ছবি নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর সন্ধ্যায় সংবাদমাধ্যমে বুবলী বলেন, ‘শিগগিরই বিষয়টি নিয়ে সবার সঙ্গেই কথা বলব। এটা খুব সেনসিটিভ এবং ইমোশনাল একটি ইস্যু। আর আমি একজন মুসলিম, সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু অবশ্যই সুন্দর-শালীনভাবে হয়েছে। আমি সেটা কয়েক দিনের মধ্যেই পরিষ্কার করব।’

সম্পর্কের এই গুঞ্জন, আলোচনা-সমালোচনার সূত্রপাত আরও বছর পাঁচেক আগে। ২০১৭ সালের এপ্রিলে শাকিব খানের সঙ্গে তোলা ঘরোয়া পরিবেশের একটি ছবি ফেসবুকে পোস্ট করে বুবলী ক্যাপশনে লেখেন, ‘ফ্যামিলি টাইম’। ছবিটি ভাইরাল হলে একটি টিভি চ্যানেলে শাকিবের সঙ্গে বিয়ে ও তাঁদের সন্তানের খবর প্রকাশ করে দেন অপু বিশ্বাস। এরপর নানা ঘটনার জন্ম দিয়ে ২০১৮ সালের মার্চে শাকিব ও অপুর বিবাহবিচ্ছেদ হয়।

গত মঙ্গলবার শাকিবের বাসায় ছেলের জন্মদিন উদ্‌যাপন করে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন অপু বিশ্বাস। ক্যাপশনে লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ ছবিতে দেখা যায় মা-বাবাসহ পুরো পরিবারের সঙ্গে ছেলে জয়ের জন্মদিন উদ্‌যাপন করছেন শাকিব খান। অপু বিশ্বাসও রয়েছেন তাঁদের সঙ্গে। অপুর সেই পোস্টে তারকারা কমেন্ট করে শুভকামনা জানাতে শুরু করেন। শাকিব-অপুর ভক্তরা শেয়ার করতে শুরু করেন সেই ছবি। অনেকেই জানতে চান, শাকিব ও অপুর কি মিলন হচ্ছে? দুজনে আবার এক ছাদের বাসিন্দা হচ্ছেন? এই ঘটনার পরেই ফেসবুকে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলী। আলোচনায় আসে নতুন মোড়।

নানা আলোচনার মাঝে জন্ম নেয় আরও কিছু গুঞ্জন। শোনা যায়, শাকিবের সঙ্গেই বুবলীর বিয়ে হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। বুবলীর গর্ভে তাঁদের একটি পুত্রসন্তান হয়েছে যুক্তরাষ্ট্রে। সন্তানের নাম রাখা হয়েছে শেহজাদ খান।  ‘বীর’ সিনেমার গানের শুটিংয়ের সময়ই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। 

সংবাদ মাধ্যমে অপু বলেন, ‘দাদাবাড়িতে আব্রাম সবার মধ্যমণি। দাদা, দাদি, ফুপু বলতে পাগল সে। তাঁরাও আব্রাম ছাড়া কিছু বোঝেন না। জয় আমার সঙ্গে থাকলেও প্রায়ই দাদাবাড়ি যায়, তাঁদের ভীষণ স্নেহ পায়।’ শাকিবের সঙ্গেও মাঝেমধ্যে অপুর কথা হয় বলে জানান অপু।

নানা আলোচনার মাঝে জন্ম নেয় আরও কিছু গুঞ্জন। শোনা যায় শাকিবের সঙ্গেই বুবলীর বিয়ে হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। বুবলীর গর্ভে তাঁদের একটি পুত্রসন্তান হয়েছে যুক্তরাষ্ট্রে। ‘বীর’ নামে একটি সিনেমার গানের শুটিংয়ের সময়ই বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। শুটিং শেষ করে সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যান বুবলী। যুক্তরাষ্ট্রে বুবলীর দেখাশোনা করেন প্রবাসী এক নির্মাতা। যুক্তরাষ্ট্রে পুত্রসন্তানের জন্ম দেন বুবলী। সন্তানের নাম রাখা হয়েছে শেহজাদ খান। একটি সূত্র জানিয়েছে, বুবলীর সঙ্গে শাকিবের আপসরফার মাধ্যমে আনুষ্ঠানিক ছাড়াছাড়িও হয়ে গেছে।

তবে এসব খবর সবই গুঞ্জনে ভাসছে। শাকিব কিংবা বুবলী কেউই এ নিয়ে কিছুই বলেননি। এ বিষয়ে জানতে বুবলী ও শাকিব খানের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনো প্রকার সাড়া দেননি। অন্যদিকে অপু এখন আছেন কলকাতায়। তাই বুবলীর সন্তানের পিতা কে, সেই প্রশ্নের সঠিক জবাব পেতে থাকতে হচ্ছে বুবলীর মুখ খোলার অপেক্ষায়। কারণ, তিনি বলেছেন, ‘আমি একজন মুসলিম, সবকিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু অবশ্যই সুন্দর-শালীনভাবে হয়েছে। আমি সেটা কয়েক দিনের মধ্যেই পরিষ্কার করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত