Ajker Patrika

সরকারি গাছ কাটায় জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯: ১৯
সরকারি গাছ কাটায় জরিমানা

সরকারি গাছ কাটার অপরাধে মনিরুল ইসলাম নামের এক আনসার সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার এ আদালত পরিচালনা করেন।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ডুমুরতলা গ্রামে গত রোববার সন্ধ্যায় এ জরিমানা করা হয়।

জানা যায়, আনসার সদস্য মনিরুল ইসলাম চট্রগ্রাম পতেঙ্গা থানাতে কর্মরত। ছুটিতে বাড়িতে এসে উপজেলার ডুমুরতলা গ্রামের সরকারি রাস্তার সাতটি গাছ কেটে নেন তিনি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ জরিমনা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভুপালী সরকার আজকের পত্রিকাকে বলেন, সরকারি গাছকাটার অপরাধে মনিরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশর দেওয়া হয়। এ ছাড়া গাছগুলি প্রকাশ্যে নিলাম করে টাকা সরকারি কোষাগারে জমা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত