Ajker Patrika

সুদের টাকা পরিশোধ না করায় ঘরে তালা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৩: ০৫
সুদের টাকা পরিশোধ না করায় ঘরে তালা

চৌদ্দগ্রামে সুদের টাকা পরিশোধ না করায় ঋণগ্রহিতার পরিবারের সদস্যদের বের করে দিয়ে ঘরে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার সকালে পৌরসভার পাঁচরা মধ্যমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীর নাম নাজমা বেগম। অভিযুক্তের নাম মোফাজ্জল পাটোয়ারী। তাঁরা একই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী নাজমা বেগম জানান, দুই বছর আগে মোফাজ্জল পাটোয়ারীর কাছ থেকে মাসিক তিন হাজার টাকা সুদে এক লাখ টাকা ঋণ নেন তিনি। সাম্প্রতিক সময়ে আর্থিক সংকটের কারণে সুদের টাকা পরিশোধ করতে পারছেন না তিনি। এতে ঋণদাতা ক্ষুব্ধ হন।

মোফাজ্জল পাটোয়ারী বলেন, ‘আমি নাজমার কাছে আট মাসের সুদের টাকা পাব। সকালে টাকার জন্য গিয়ে কাউকে না পেয়ে ঘরের দরজায় তালা লাগিয়ে দিয়েছি।’

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ভুক্তভোগী অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেটার ডেটা সেন্টার হওয়ার পর শুকিয়ে যাচ্ছে স্থানীয়দের টিউবওয়েল

‘সুদে ১৭ লাখ নিয়ে ১৮ লাখ টাকা ফেরত দিয়েছি, তবুও বাড়ি দখল’

ফজর নামাজ পড়ে বাসার ছাদে যান আওয়ামী লীগ নেতা, সিঁড়ির পাশে রক্তাক্ত লাশ

ভারতীয় নারী ক্রিকেটারের খেলা দেখে ভাষা হারিয়ে ফেলেছেন মারুফা

১০ বছরের প্রতিরক্ষা চুক্তি করল ভারত-যুক্তরাষ্ট্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ