Ajker Patrika

শাহজাদপুরে বিপাকে হোটেল মালিকেরা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২: ১৩
শাহজাদপুরে বিপাকে হোটেল মালিকেরা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় চাল, আটা, ময়দা, চিনি, তেল ও জ্বালানিসহ বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় খাবারের ছোট দোকানের মালিকেরা বিপাকে পড়েছেন। অনেক দোকান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেকেই পেশা বদলে এক রকম বাধ্য হয়েই বেছে নিয়েছেন রিকশার প্যাডেল।

পৌর এলাকার দ্বারিয়াপুর বাজারের শাকিব হোসেন (২০)। শাহজাদপুর কাপড়ের হাটে তার একটি ডাল পুরি, শিঙাড়ার দোকান রয়েছে। সপ্তাহের চার দিন এ হাটে তাঁর প্রচুর কেনাবেচা হয়। বাকি তিন দিন ও ভালো বিক্রি হয়।

তিনি জানান, আটা ও তেলসহ বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধির আগে সপ্তাহে পাঁচ হাজার টাকা লাভ হতো। উপকরণের দাম বেড়ে যাওয়ায় লাভ তো দূরের কথা ব্যবসা টিকিয়ে রাখাই অসম্ভব হয়ে পড়েছে বলে জানান তিনি।

শাকিব নামের একজন আজকের পত্রিকাকে জানান, ছয় মাস আগেও তাঁরা এক কেজি আটা ৩২ টাকায়, এক লিটার তেল (সয়াবিন সুপার) ৯০ টাকায় ও এক বোতল সিলিন্ডার গ্যাস ৮৫০ টাকায় কিনতে পারতেন। এখন এক কেজি আটা ৪৮ টাকা, সয়াবিন ৯০ টাকা, গ্যাসের সিলিন্ডার ১৩০০ টাকায় কিনতে হচ্ছে। এতে ব্যবসা ধরে রাখা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। একই কথা জানান পৌর এলাকার দরগা পাড়ার হালিম ও জাহাঙ্গীর, পুকুরপাড়ের ইউসুফ ও রাসেল, কলেজ রোডের জাহাঙ্গীর ও আল আমিন।

শাহজাদপুর পৌর এলাকার আইয়ুব আলী ও মন্ডা কুন্ডু জানান, দ্বারিয়াপুর বাজারে তাঁদের মুদিখানা ও মনোহারী দোকান রয়েছে। চাল, আটা, ময়দা, তেল, চিনিসহ পণ্যের দাম বেড়ে যাওয়ায় উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকায় ছোট ছোট হোটেল ও খাবারের দোকান মালিকেরা মহা বিপাকে পড়েছেন। লাভ না হওয়ায় অনেকেই পেশা ছেড়ে রিকশা ভ্যান চালাচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত