Ajker Patrika

পূর্ণ আবাসিক চরিত্র ফিরে পাবে জাবি

জাবি প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ১৮
পূর্ণ আবাসিক চরিত্র ফিরে পাবে জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ফারজানা ইসলাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের কাজ জ্ঞান জাগ্রত রাখা। এই জ্ঞানচর্চার মধ্য দিয়ে দেশ, জাতি এবং বিশ্বের জন্য কাজ করতে হবে।’ গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপাচার্য এ কথা বলেন।

গতকাল সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নুরুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ।

ফারজানা ইসলাম বলেন, ‘বিগত পাঁচ দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে ১৪ শ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এই উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হলে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টিসহ বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক চরিত্র ফিরে পাবে।’

উল্লেখ্য, ১৯৭১ সালের ১২ জানুয়ারি অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান—এই চারটি বিভাগে ১৫০ জন ছাত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত