Ajker Patrika

প্রার্থিতা ফিরে পেলেন এসকেন্দার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২০: ৪৩
প্রার্থিতা ফিরে পেলেন এসকেন্দার

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ১০ দিন আগে প্রার্থিতা ফিরে পেয়েছেন ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউপির নৌকার প্রার্থী এসকেন্দার আলী খলিফা। গতকাল বৃহস্পতিবার তাঁর প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ২ নভেম্বর ভাঙ্গার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আওয়ামী লীগ প্রার্থী হিসেবে কালামৃধা ইউপি থেকে মনোনয়নপত্র দাখিল করেছিলেন এসকেন্দার আলী খলিফা। ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপি থাকার কারণে এসকেন্দার আলী খলিফার মনোনয়নপত্র বাতিল হয়। ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হলেও মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে এসকেন্দার আলী খলিফা প্রতীক পাননি। অবশেষে উচ্চ আদালতের নির্দেশে প্রার্থিতা ফিরে পান তিনি। এর পর ১৮ নভেম্বর তাঁকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ বিষয়ে এসকেন্দার আলী খলিফা বলেন, ‘মনোনয়নপত্র বাতিলের পর আমি উচ্চ আদালতের শরণাপন্ন হই। গত মঙ্গলবার উচ্চ আদালত আমার পক্ষে রায় দেন। আমি প্রার্থিতা ফিরে পাই। গতকাল সকালে রিটার্নিং কর্মকর্তা আমাকে প্রতীক বরাদ্দ দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম বলেন, ‘হাইকোর্টের নির্দেশে এসকেন্দার আলী খলিফা প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল তাঁকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

এসকেন্দার আলী খলিফা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কালামৃধা ইউপির সাবেক চেয়ারম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত