Ajker Patrika

এ সপ্তাহের ওটিটি

এ সপ্তাহের ওটিটি

ইন্দুবালা ভাতের হোটেল (বাংলা সিরিজ)
অভিনয়ে: শুভশ্রী, স্নেহা, প্রতীক 
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: ৮ মার্চ প্রথম ৪টি পর্ব মুক্তির পর এ সপ্তাহে মুক্তি পাচ্ছে প্রথম সিজনের বাকি পর্বগুলো। সিরিজের গল্পে তুলে ধরা হয়েছে দেশভাগের ইতিহাস। স্বজন হারানোর ইতিহাস। নিজের দেশ ছাড়ার ইতিহাস। পূর্ববঙ্গের একটা ছোট্ট গ্রামে বেড়ে ওঠা ইন্দুবালার। বিয়ের পর নিজের বেড়ে ওঠা জায়গা ছেড়ে তাকে চলে যেতে হয় কলকাতায়। ইন্দুবালার জীবনের লড়াই, মনের সঙ্গে লড়াইয়ের গল্পই ফুটে উঠেছে এই সিরিজে।

পাঠান (হিন্দি সিনেমা)
অভিনয়ে: শাহরুখ খান, দীপিকা
দেখা যাবে: প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: ২০১৯ সালে ভারত সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে। এ খবরে খেপে যায় পাকিস্তানি সেনাবাহিনীর জেনারেল কাদির। ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সে নিয়োগ দেয় জিমকে। তাকে প্রতিহত করতে মাঠে নামে র-এর সাবেক এজেন্ট পাঠান। এই মিশনে পাঠানের দেখা হয় আরেক তুখোড় নারী রুবিনা মহসিনের সঙ্গে।

চোর নিকাল কে ভাগ্য (হিন্দি সিনেমা)
অভিনয়ে: ইয়ামি গৌতম, সানি কৌশল
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: এক বিমানবালা ও তার ব্যবসায়িক পার্টনার বড় অঙ্কের ঋণ নিয়ে শোধ করতে ব্যর্থ হয়েছে। পাওনাদারদের হাত থেকে বাঁচার জন্য তারা হীরা চুরির একটি গোপন মিশনে নামে। ঘটনাক্রমে ৪০ হাজার ফুট ওপরে মাঝ আকাশে জিম্মি হয়ে পড়ে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত