Ajker Patrika

দেবিদ্বার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

দেবিদ্বার প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৪: ২১
দেবিদ্বার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দুই কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। কুমিল্লা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে চান্দিনা রোডের মোহনা আবাসিক এলাকায় ১০ শতাংশ জমির ওপর চারতলাবিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম ওমানী, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগেরর শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মতিন সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্নান মোল্লা, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. আবু কাউছার অনিক প্রমুখ।

এ সময় সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের কারণেই দেশ স্বাধীন হয়েছে। বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় দেবিদ্বারে চারতলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে।’

দেবিদ্বার পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণমূলক সব কার্যক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। দেবিদ্বার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হলো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত