Ajker Patrika

মৃত্যুশূন্য দিনে পাঁচজনের করোনা শনাক্ত

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ০৯: ০৭
মৃত্যুশূন্য দিনে পাঁচজনের করোনা শনাক্ত

সিলেটে করোনায় মৃত্যুহীন দিনে পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। ৬৬২ জনের নমুনা পরীক্ষা করলে তাঁদের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার শূন্য দশমিক ৭৬ শতাংশ। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গতকাল জানান, ২৪ ঘণ্টায় (গত মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল বুধবার সকাল ৮টার পর্যন্ত) বিভাগে করোনা বা উপসর্গে কেউ মারা যায়নি। নতুন আক্রান্তরা সবাই সিলেটের বাসিন্দা।

এ নিয়ে বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৪ হাজার ৯৫৫ জন। এঁদের মধ্যে সিলেটে ৩৩ হাজার ৮৮০ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫ জন, মৌলভীবাজারে ৮ হাজার ১৭২ জন ও হবিগঞ্জে ৬ হাজার ৬৫৮ জন।

সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার ১৮০। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ৯৮৬ জন। সুনামগঞ্জে ৭৪ জন, মৌলভীবাজারে ৭২ জন ও হবিগঞ্জে ৪৮ জন মারা গেছেন।

এই ২৪ ঘণ্টায় হাসপাতালে থেকে সুস্থ হয়েছেন ১২ জন। হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। বিভাগের চার জেলায় দুজন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এর আগের ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত হয়। ৬১৬ জনের নমুনা পরীক্ষা করে তাঁদের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৪৯ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত