Ajker Patrika

কেরানীগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০৮
কেরানীগঞ্জে এক দিনে দুই ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে এক দিনে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পৃথক স্থান থেকে সিফাত মোড়ল (২২) নামের এক তরুণের ঝুলন্ত লাশ এবং ফাতেমা (২০) নামের এক তরুণীর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়।

নিহত সিফাতের চাচা মনিরুজ্জামান জানান, তাঁর ভাতিজা দীর্ঘদিন ধরে কেরানীগঞ্জের তেলঘাট রউফ নগরে ভাড়া থাকেন এবং নুরু মার্কেটে প্যান্টের দোকানে চাকরি করেন। সিফাতের সঙ্গে রাকিবের দীর্ঘদিনের বন্ধুত্ব। তাঁরা পাশাপাশি বাসায় ভাড়া থাকেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় মার্কেটের এক ব্যক্তি ফোন দিয়ে জানান, সিফাত রাকিবের বাসায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রাকিবের বাসায় গিয়ে ঝুলন্ত অবস্থায় সিফাতের লাশ দেখতে পান। পরে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।

মনিরুজ্জামান আরও জানান, সিফাতের বাবার নাম সেলিম মোড়ল। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় বোলতলি গ্রামে। সিফাতের সঙ্গে কারও শত্রুতাও ছিল না। বিকেল পাঁচটা পর্যন্ত সিফাত তাঁর বাসায় ভালোভাবেই ছিলেন। এরপর রাকিবের বাসায় এসেই কী কারণে ফাঁসি দিলেন, আর রাকিব কেন পালালেন, এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. খালেদুর রহমান জানান, ‘এলাকাবাসীর কাছ থেকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঝুলন্ত অবস্থায় সিফাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। রাকিবের বাসায় তিনি ও তাঁর স্ত্রী থাকতেন। স্ত্রী কিছুদিন আগেই গ্রামের বাড়িতে চলে গেছেন। ঘটনার পরে রাকিব পলাতক রয়েছেন। ময়নাতদন্তের শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।’

এদিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর মুগারচর এলাকায় ফাতেমা (২০) নামের এক তরুণীর গলায় ওড়না প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি, চাচাতো বোনের সঙ্গে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছেন ফাতেমা।

নিহত ফাতেমা মুগারচরের আজিজুল হকের মেয়ে এবং তিনি কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী ছিলেন।

ফাতেমার মা জবেদা বেগম জানান, সম্প্রতি ফাতেমার বিয়ের কথা চলছিল। তবে কিছুদিনের মধ্যে কয়েকটি বিয়ের প্রস্তাব এসে তা আবার ভেঙে যায়। এসব নিয়ে চাচাতো বোন রেশমা খোঁটা দিয়ে কথা বললে, রাগে-অভিমানে নিজ ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু সালাম মিয়া জানান, ব্যাপারটি খুবই দুঃখজনক। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশটি সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত