Ajker Patrika

উদ্বোধন হওয়া চরে আবারও নিজের নাম ফলক লাগালেন সাংসদ

মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৬
উদ্বোধন হওয়া চরে আবারও নিজের নাম ফলক লাগালেন সাংসদ

চার বছর আগে উদ্বোধন হওয়া বিজয় চরের নতুন করে ফলক উন্মোচন ও নাম দিয়ে সাইনবোর্ড দিয়েছেন স্থানীয় সাংসদ। গতকাল মঙ্গলবার পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব ওই চরে গিয়ে নতুন করে ফলক উন্মোচন ও নাম দিয়ে সাইনবোর্ড দেন তিনি। সাংসদের এমন কর্মকাণ্ডে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জানা গেছে, কুয়াকাটা সমুদ্রসৈকত গঙ্গামতি থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে সাগরের মধ্যে এ চর জেগে উঠেছে। চরটির দৈর্ঘ্য হবে আনুমানিক ৬ কিলোমিটার ও প্রস্থ দেড় কিলোমিটার। দেখতে অনেকটা চন্দ্রাকৃতির মতো। স্থানীয় লোকজন বলছেন, বেশ কয়েক বছর আগে থেকে চরটি জেলেদের চোখে ধরা পড়ে। সে সময়ে চরটি হাঁটুজলে থাকলেও পরে ২০১৭ সালের মাঝামাঝি সময়ে জেগে উঠতে শুরু করে। ২০১৭ সালের ২৬ ডিসেম্বর তৎকালীন জেলা প্রশাসক ড. মো. মাসুমুর রহমান নতুন চরটি দেখতে যান। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে চরটির নিয়ন্ত্রণ নিয়ে সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। চরে জেলা প্রশাসনের নির্দেশনা-সংবলিত একটি সাইনবোর্ডও টাঙিয়ে দেওয়া হয়। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে নতুন এ চরে বৃক্ষরোপণ করা হয়।

পটুয়াখালী চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও পটুয়াখালী পৌর সভার বর্তমান মেয়র মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘২০১৭ সালে আমি চর বিজয়ে জেলা প্রশাসনের সঙ্গে গিয়েছিলাম। একই চর আবার উদ্বোধন করার বিষয়টি বিব্রতকর।’

কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আবদুল বারেক মোল্লা বলেন, ‘আমি ঠিক জানি না। তবে ২০১৭ সালে মাসুমুর রহমান ডিসি থাকা অবস্থায় এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে গাছ লাগানো হয়।’

এ বিষয়ে সাংসদ মহিব্বুর রহমান মহিব বলেন, ‘চর বিজয়ে বন বিভাগের গাছ লাগানোর প্রোগ্রাম ছিল। ওটার উদ্বোধন করতে গেছি। নামফলক কে বা কারা আনছে আমি জানি না। আসলে উদ্বোধনটা তো বড় কথা নয়, আমাদের এলাকার চর দেখতে গেছি। আগে উদ্বোধন হয়েছে। সে সময় তো আমরা ছিলাম না, তাই আরকি।’

এ ব্যাপারে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, চর বিজয়ে নতুন করে সাইনবোর্ড স্থাপনের বিষয়ে তাঁদেরকে জানানো হয়নি। এ বিষয়ে তিনি কিছু জানেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত