Ajker Patrika

নতুন ওয়েব সিরিজে তারিক আনাম খান

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৮: ৩৪
নতুন ওয়েব সিরিজে তারিক আনাম খান

মঞ্চ, টেলিভিশন ও সিনেমা—সব মাধ্যমেই অনবদ্য তারিক আনাম খান। ওটিটিতেও আছে তাঁর সাবলীল বিচরণ। সমানতালে কাজ করছেন সিরিজ ও ওয়েব সিনেমায়। সম্প্রতি প্রকাশ পেল ‘ভাইরাস’ নামের একটি ওয়েব সিরিজের ফার্স্টলুক। সিরিজটি বানিয়েছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। নতুন এ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তারিক আনাম খান।

ভাইরাসের ফার্স্টলুক প্রকাশের পর অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘ভাইরাস এই সময়ের গল্পের অন্য রকম এক উপস্থাপন। এই সময়ের দর্শক যে ধরনের কনটেন্ট দেখতে পছন্দ করেন, সে ধরনের গল্পেই নির্মাণ করা হয়েছে সিরিজটি। খুব আনন্দ নিয়ে কাজটি করেছি।অনম বিশ্বাস ও তাঁর টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।’

সিরিজটিতে তারিক আনাম খানের সঙ্গে রয়েছেন ওটিটির পরিচিত মুখ শ্যামল মাওলা। পোস্টারে দেখা যাচ্ছে শ্যামল মাওলা চাদর দিয়ে তাঁর মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত। শ্যামল মাওলা বলেন, ‘অনম বিশ্বাসের সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল।আর সেই সঙ্গে আমার চরিত্রটাও মনে দাগ কাটার মতো। যাঁরা ভিন্নতা পছন্দ করেন, তাঁদের ভালো লাগবে সিরিজটি।’

নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের দর্শকদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যা তাদের একটু হলেও ভাবাবে। প্রতিটি পর্বেই ভিন্ন স্বাদ পাবে তারা। আমি চাই দর্শক কাজটি দেখুক। ভালো না লাগলে সমালোচনা করুক।’

এই সিরিজে আরও অভিনয় করেছেন শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, মারশিয়া শাওন, টুপুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী। শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে সিরিজটি।‘ভাইরাস’ সিরিজের পোস্টার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত