Ajker Patrika

৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে ফিরছে এমভি আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০১ মে ২০২৪, ০৯: ৪৫
৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে ফিরছে এমভি আবদুল্লাহ

সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকারা বন্দর থেকে চুনাপাথর নিয়ে ফিরছে এমভি আবদুল্লাহ। গত সোমবার দিবাগত রাতে ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়েছে কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিং কোম্পানির এ জাহাজ। চট্টগ্রাম বন্দরে ১২ মে জাহাজটির নোঙর করার কথা রয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

এর আগে জাহাজটি সোমালিয়া উপকূল থেকে আল হামরিয়া বন্দরে আসে। সেখানে ৫৫ হাজার টন কয়লা খালাসের পর জাহাজটি গত ২৭ এপ্রিল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় রওনা হয়। ৬ ঘণ্টা পর রাত দেড়টায় মিনা সাকারা বন্দরে পৌঁছায়।

কেএসআরএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, জাহাজটি সোমবার দিবাগত মধ্যরাতে মিনা সাকারা বন্দর ত্যাগ করেছে।

জাহাজে থাকা চট্টগ্রামের কর্ণফুলী এলাকার বাসিন্দা নাবিক মো. নুরুদ্দিন বলেন, ‘চুনাপাথর নিয়ে আমরা সোমবার রাতে মিনা সাকারা বন্দর ছেড়েছি। এমভি আবদুল্লাহর চট্টগ্রাম বন্দরে নোঙর করতে করতে ১১-১২ দিন সময় লাগবে।’

এদিকে আল হামরিয়া বন্দরে পৌঁছার পর নিয়ম অনুযায়ী ২৩ নাবিক ভিসা নিতে গিয়ে বিপত্তিতে পড়েন। নাবিকদের পক্ষ থেকে সেই দেশের ইমিগ্রেশন বিভাগের কাছে করা ভিসার আবেদন প্রথম দফায় প্রত্যাখ্যাত হয়। দ্বিতীয় দফায় আবেদনের পর ভিসা মেলে। জাহাজের চিফ অফিসার মোহাম্মদ আতিক উল্লাহ খান জানিয়েছেন, দ্বিতীয় দফায় আবেদনের পর ভিসা পান তাঁরা। এরপর নাবিকেরা জাহাজ থেকে নামার অনুমতি পান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত