Ajker Patrika

জমিতে সূর্যমুখী, মুখে হাসি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১১: ৪৭
জমিতে সূর্যমুখী, মুখে হাসি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় এবার ব্যাপক সূর্যমুখী চাষ হয়েছে। এতে অধিক সম্ভাবনাও দেখছেন কৃষকেরা। এখন ফুলে ফুলে ভরে উঠেছে এসব সূর্যমুখীখেত, যা দেখে কৃষকের মুখে ফুটেছে হাসি।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে বাঁশখালীতে সাত একর জমিতে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে। এই ফসলের আবাদে প্রতি বিঘা জমিতে ব্যয় হয় সাত থেকে আট হাজার টাকা। অন্যদিকে ফলন ভালো হলে ২২ থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত আয় করা যায়। রোপণের তিন মাসেই এই ফসল ঘরে তোলা যায়। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সরকার সূর্যমুখী তেল উৎপাদনের মাধ্যমে তেলের চাহিদা পূরণ করার উদ্যোগ নিয়েছেন।

গতকাল বুধবার উপজেলার পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, বাহারছড়া, খানখানাবাদ, বৈলছড়ি, সরল, চাম্বল, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা গেছে, সূর্যমুখীখেত ফুলে ফুলে ভরে উঠেছে, যা দেখে কৃষকদের মুখে ফুটেছে হাসি। সবুজ মাঠের মাঝখানে হলুদ রঙের পরিপাটি সূর্যমুখীবাগান।

পূর্ব চেচুরিয়া এলাকার কৃষক আবদুল রহিম বলেন, ‘এবারে প্রথমবারের মতো সূর্যমুখী চাষ করেছি। এখন গাছ ও ফুল দেখে লাভের ব্যাপারে আশাবাদী। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ও কঠোর পরিশ্রম করায় আমার বাগানে ভালো ফলন হয়েছে। আগামী বছর আরও বেশি করে সূর্যমুখী চাষের চিন্তাভাবনা করছি।’

সাধনপুর এলাকার চাষি জয়নাল আবেদীন বলেন, ‘পরীক্ষামূলকভাবে সূর্যমুখী ফুলের আবাদ করেছি। ব্যবসায়ীরা বীজ কেনার জন্য যোগাযোগ করছেন। ফুল থেকে মধু আহরণে বাগানে মৌ বক্স বসানো হয়েছে।’

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক জানান, ‘নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাঁশখালীর প্রতিটি ইউনিয়নে সূর্যমুখী ফুলের আবাদ হয়েছে। রোপণের তিন মাসে এই ফসল ঘরে তোলা যায়। এই ফসলের আবাদে কৃষকদের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। তাই ভবিষ্যতে চাষ আরও বাড়াতে কৃষি অফিস থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত