Ajker Patrika

আগৈলঝাড়ায় শনাক্তের হার ৭১ শতাংশ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৬: ১৯
Thumbnail image

বরিশালের আগৈলঝাড়ায় একদিনে ১৪ জনের নমুনা সংগ্রহ করা হলে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ উপজেলায় এখন পর্যন্ত নতুন করে মোট ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সাবেক সাংসদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রয়েছেন। ১৪ জন হোম আইসোলেশনে থাকলেও দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, গতকাল মঙ্গলবার হাসপাতালের ল্যাবে র‍্যাপিড টেস্টের মাধ্যমে এবং জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে ১৪ জনের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় একদিনে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৭১ শতাংশ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত একদিনে ১০ জন আক্রান্তদের মধ্যে রয়েছেন সুজনকাঠি গ্রামের আব্দুর রহমান, একই গ্রামের রফিক বেপারী, নাঠৈ গ্রামের সৈয়দ আব্দুর রব, একই গ্রামের ছাব্বির, লিয়া মনি, নগরবাড়ি গ্রামের আসাদুজ্জামান, বাগধা গ্রামের হাবিবুল্লাহ, আগৈলঝাড়া ব্র্যাক অফিসের স্টাফ রায়হান, আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ অফিসের আরিফুল ইসলাম ও গৌরনদী পৌর মেয়রের গাড়ির চালক লিটন।

এর আগে বরিশাল-১ আসনের সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা মনিকা হালদারসহ ৬ জন আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য কর্মকর্তা বখতিয়ার আল মামুন জানান, আক্রান্তরা সবাই জ্বর, কাশি ও গলা ব্যথা নিয়ে করোনার নমুনা দেন। কোনো রকম উপসর্গ বা জ্বর হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা পরীক্ষা করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, পরীক্ষায় পজিটিভ হলেও তাদের চিকিৎসা হবে এবং অন্যদের সুরক্ষিত থাকবেন। পরীক্ষা না করলে আক্রান্ত ব্যক্তির মাধ্যমে অন্যরা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত