Ajker Patrika

খুবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ৩০ মার্চ

খুবি প্রতিনিধি
আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৪: ৪৬
খুবি সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ৩০ মার্চ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। ৩০ মার্চ এ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তফসিল অনুযায়ী ৬ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ মার্চ।

মনোনয়নপত্র সংগ্রহের দিন ১৪ মার্চ, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ১৬ মার্চ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ মার্চ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২৩ মার্চ এবং ভোটগ্রহণ হবে ৩০ মার্চ।

ভোটগ্রহণের পরপরই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস। উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটের সর্বশেষ শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৫ সালের ২০ মার্চ। খুলনা বিশ্ববিদ্যালয় আইন ২১ (১) ধারার ঠ অনুচ্ছেদে ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কর্তৃক তাহাদের মধ্য হইতে পনেরোজন প্রতিনিধি’ নির্বাচিত হওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু বিগত ১৭ বছরে কোনো নির্বাচন হয়নি।

বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন দায়িত্ব গ্রহণের পর সিনেট সভা নিয়মিত করণের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেন। তারই আলোকে চলতি বছরের মধ্যে সিনেট সভা আহ্বানে শিক্ষক প্রতিনিধি এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চান। এ উদ্যোগের অংশ হিসেবে ৩০ মার্চ শিক্ষক প্রতিনিধি নির্বাচন শেষ হওয়ার পরপরই রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারেও প্রক্রিয়া শুরু হয়েছে। উপাচার্য বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বিধিবদ্ধ সংস্থাগুলোকে কার্যকর করে বিশ্ববিদ্যালয়কে গতিশীল করতে চাইছেন; যাতে সব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি আমলের শিক্ষা প্রতিমন্ত্রী মিলনকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ইমিগ্রেশন পুলিশ

মনগড়া সংস্কার প্রস্তাব জাতির জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে নিয়ে আসতে পারে, বিএনপির হুঁশিয়ারি

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যশোরের বিএনপি নেতা নিহত

‘বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ কর্মীরা নিরাপদে থাকবে’

সোনার দাম আরও কমে দুই লাখের ঘরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ