Ajker Patrika

সমৃদ্ধির জন্য বইয়ের বিকল্প নেই : মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭: ১৭
সমৃদ্ধির জন্য বইয়ের বিকল্প নেই : মেয়র

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র মো. ইকরামুল হক টিটু বলেছেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সুন্দর মনের মানুষ প্রয়োজন। বই সুন্দর মনের মানুষ তৈরি করে, মানবিকতা শেখায়, কর্মে উদ্দীপ্ত করে। সমৃদ্ধির জন্য বইয়ের বিকল্প নেই।’ গতকাল বুধবার দুপুরে নগরীর বৈশাখী মঞ্চে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত ছয় দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, নিজেকে সমৃদ্ধ ও সুশিক্ষিত করতে বই পড়তে হবে। পাঠ্যপুস্তকের সঙ্গে দেশ, সমাজের ইতিহাস ঐতিহ্যকে জানতে হবে, গুণী মানুষের জীবনকে অধ্যয়ন করতে হবে। নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মসিক সচিব রাজীব কুমার সরকার। এ ছাড়া অনুষ্ঠানে জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সাহিত্য সংসদের সাবেক সভাপতি ইয়াজদানী কোরাইশী কাজল, কবি স্বাধীন চৌধুরী, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের ময়মনসিংহ জেলার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না, বিশ্ব সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ মো. রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভ্রাম্যমাণ বইমেলা আগামী ১৭ তারিখ পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত