বিনোদন প্রতিবেদক, ঢাকা
অনেক দিন নতুন কোনো সিনেমার শুটিং করেননি শাকিব খান। গত এক বছরে একাধিক সিনেমার ঘোষণা দিলেও সেগুলোর কোনোটি শেষ পর্যন্ত শুটিংয়ে গড়ায়নি। অবশেষে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ দিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন শাকিব। জানা গেছে, ৮ মে থেকে সিনেমাটির শুটিং করবেন তিনি। এ সিনেমায় শাকিবের নায়িকা হবেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল।
‘প্রিয়তমা’র ঘোষণা এসেছিল বছর পাঁচেক আগে। তখন নায়িকা হওয়ার কথা ছিল বুবলীর। সময় যত গড়িয়েছে, ততই সিনেমাটি নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়। বছর তিনেক আগে শাকিব খান নিজেই জানিয়েছিলেন, বুবলী আর থাকছেন না প্রিয়তমায়। তখন নায়িকা হিসেবে নতুন কাউকে নেওয়ার কথা বলেছিলেন তিনি। এক বছর ধরে এ সিনেমার জন্য শাকিবের বিপরীতে নায়িকা খোঁজা হচ্ছিল। কিন্তু মনমতো কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের কেউ প্রিয়তমার নায়িকা হবেন।
তবে গতকাল পরিচালক হিমেল আশরাফ নিশ্চিত করলেন, কলকাতার ইধিকা পালই হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’। তিনি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আগে কখনো স্ক্রিনে দেখা যায়নি এবং অতি পরিচিত মুখ নয়—এমন কাউকে আমরা চাচ্ছিলাম শাকিবের বিপরীতে। ইধিকার অভিনয়, এক্সপ্রেশন, উচ্চতা, নাচে পারদর্শিতা দেখে মনে হয়েছে, তিনি আমাদের গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই হবেন।’
জানা গেছে, এরই মধ্যে চুক্তি সই করে ঢাকায় আসার টিকিটও চূড়ান্ত করে ফেলেছেন ইধিকা পাল। সব ঠিক থাকলে ১১ মে থেকে প্রিয়তমার শুটিং করবেন তিনি।
ইধিকা বৃত্তান্ত
২০১৯ সাল থেকে বাংলা সিরিয়ালে অভিনয় করছেন ইধিকা পাল। কলকাতার কে কে দাস কলেজ থেকে অনার্স পাস করে অভিনয় জগতে প্রবেশ করেন। তাঁর প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এতে তিনি ছিলেন পদ্মাবতীর চরিত্রে। ইধিকার দ্বিতীয় ধারাবাহিক জি বাংলার ‘রিমলি’। টিআরপি কম হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। রিমলি শেষ হওয়ার পর জি বাংলার আরেক ধারাবাহিক ‘পিলু’তে অভিনয় করেন ইধিকা। এতে তিনি ছিলেন সেকেন্ড লিডে, চরিত্রের নাম রঞ্জিনী। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী ইধিকা।
অনেক দিন নতুন কোনো সিনেমার শুটিং করেননি শাকিব খান। গত এক বছরে একাধিক সিনেমার ঘোষণা দিলেও সেগুলোর কোনোটি শেষ পর্যন্ত শুটিংয়ে গড়ায়নি। অবশেষে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ দিয়ে নতুন সিনেমার কাজ শুরু করছেন শাকিব। জানা গেছে, ৮ মে থেকে সিনেমাটির শুটিং করবেন তিনি। এ সিনেমায় শাকিবের নায়িকা হবেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল।
‘প্রিয়তমা’র ঘোষণা এসেছিল বছর পাঁচেক আগে। তখন নায়িকা হওয়ার কথা ছিল বুবলীর। সময় যত গড়িয়েছে, ততই সিনেমাটি নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি হয়। বছর তিনেক আগে শাকিব খান নিজেই জানিয়েছিলেন, বুবলী আর থাকছেন না প্রিয়তমায়। তখন নায়িকা হিসেবে নতুন কাউকে নেওয়ার কথা বলেছিলেন তিনি। এক বছর ধরে এ সিনেমার জন্য শাকিবের বিপরীতে নায়িকা খোঁজা হচ্ছিল। কিন্তু মনমতো কাউকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের কেউ প্রিয়তমার নায়িকা হবেন।
তবে গতকাল পরিচালক হিমেল আশরাফ নিশ্চিত করলেন, কলকাতার ইধিকা পালই হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’। তিনি বলেন, ‘শাকিব ভাইয়ের সঙ্গে আগে কখনো স্ক্রিনে দেখা যায়নি এবং অতি পরিচিত মুখ নয়—এমন কাউকে আমরা চাচ্ছিলাম শাকিবের বিপরীতে। ইধিকার অভিনয়, এক্সপ্রেশন, উচ্চতা, নাচে পারদর্শিতা দেখে মনে হয়েছে, তিনি আমাদের গল্প ও চরিত্রের সঙ্গে মানানসই হবেন।’
জানা গেছে, এরই মধ্যে চুক্তি সই করে ঢাকায় আসার টিকিটও চূড়ান্ত করে ফেলেছেন ইধিকা পাল। সব ঠিক থাকলে ১১ মে থেকে প্রিয়তমার শুটিং করবেন তিনি।
ইধিকা বৃত্তান্ত
২০১৯ সাল থেকে বাংলা সিরিয়ালে অভিনয় করছেন ইধিকা পাল। কলকাতার কে কে দাস কলেজ থেকে অনার্স পাস করে অভিনয় জগতে প্রবেশ করেন। তাঁর প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এতে তিনি ছিলেন পদ্মাবতীর চরিত্রে। ইধিকার দ্বিতীয় ধারাবাহিক জি বাংলার ‘রিমলি’। টিআরপি কম হওয়ায় খুব অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় ধারাবাহিকটি। রিমলি শেষ হওয়ার পর জি বাংলার আরেক ধারাবাহিক ‘পিলু’তে অভিনয় করেন ইধিকা। এতে তিনি ছিলেন সেকেন্ড লিডে, চরিত্রের নাম রঞ্জিনী। অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী ইধিকা।
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
৫ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪