Ajker Patrika

‘সব মানুষকে বিমার আওতায় আনতে হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ মার্চ ২০২২, ১১: ২৪
‘সব মানুষকে বিমার আওতায় আনতে হবে’

সব মানুষকে বিমার আওতায় আনতে হবে। গত এক যুগে দেশের জীবনবিমা খাতের প্রবৃদ্ধি হয়েছে চার গুণ আর সাধারণ বিমার প্রবৃদ্ধি হয়েছে তিন গুণ। আর বিমা কোম্পানির সম্পদ ছাড়িয়ে গেছে ৬০ হাজার কোটি টাকা। তার পরও বিমা খাতের সম্ভাবনা বিপুল। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত জাতীয় বিমা দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা জানান।

বিমা খাতে দেশের সম্পদের পরিমাণ বাড়লেও এখনো তা কম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাড়ি-গাড়ি, রেল, বাস-টার্মিনাল, রাস্তাঘাট, যাত্রীসহ নানা ধরনের বিমা চালু করার সুযোগ রয়েছে। এগুলোর প্রতি গুরুত্ব দিতে হবে। সবাইকে বিমার আওতায় আনতে হবে।

এর আগে বিমা খাতে অবদানের জন্য এ বছর বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও সোনার বাংলা ইনস্যুরেন্সের চেয়ারম্যান শেখ কবির হোসেনসহ পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। পুনঃ বিমা প্রবর্তনের মাধ্যমে অবদান রাখার জন্য গ্রীণডেল্টা ইনস্যুরেন্সের উপদেষ্টা নাসির উদ্দিন চৌধুরী, সন্ধ্যানী লাইফ ইনস্যুরেন্সের সাবেক চেয়ারম্যান হাজী মকবুল হোসেন ও ন্যাশনাল লাইফের প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর রহমান, বিমা খাতের সাবেক সচিব মোহাম্মদ নজরুল ইসলামকেও সম্মাননা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত