Ajker Patrika

ডেঙ্গুর প্রকোপ: আগস্টে প্রতিদিন গড়ে ১১ জনের মৃত্যু হচ্ছে

ডেঙ্গুর প্রকোপ: আগস্টে প্রতিদিন গড়ে ১১ জনের মৃত্যু হচ্ছে

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৭৫১ জন।

চলতি মাসের প্রথম ৭ দিনে দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছে ৭৬ জন। এই সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ হাজার ৬৫১ জন। সেই হিসাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি মাসে গড়ে প্রতিদিন ১১ জনের মৃত্যু হচ্ছে এবং হাসপাতালে যেতে হচ্ছে ২ হাজার ৫২১ জনকে।

এই তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের। কন্ট্রোল রুম জানায়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদেরসহ চলতি বছরে এ পর্যন্ত ৬৯ হাজার ৪৮৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৯ হাজার ৫৮৪ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। মৃত্যুর হার শূন্য দশমিক ৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে ২১ থেকে ২৫ বছর বয়সীদের হার সবচেয়ে বেশি, যা ঢাকা ১৪ এবং ঢাকার বাইরে ১৮ শতাংশ। মৃত্যুর ক্ষেত্রেও এই বয়সীদের হার সবচেয়ে বেশি, যা ঢাকায় ১৩ শতাংশ এবং ঢাকার বাইরে ১০ শতাংশ। 

মশা মারতে নতুন অস্ত্র
মশকনিধনের জন্য প্রথমবারের মতো বিটিআই নামের একটি কীটনাশক প্রয়োগ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গতকাল গুলশান-২ এলাকার নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে কীটনাশক প্রয়োগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আজকে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। গত ৪০ বছর আমরা টেমিপস্ট (কীটনাশক) ব্যবহার করতাম মশকনিধনে। কিন্তু আমরা দেখেছি অন্যান্য উন্নত বিশ্বে আজকে ব্যবহার করছে বিটিআই কীটনাশক। পাশ্ববর্তী দেশ ভারতে এটা ব্যবহার করছে, সিঙ্গাপুরে ব্যবহার করছে, মায়ামি সিটিসহ বিভিন্ন দেশে এই বিটিআই ব্যবহার করছে। দেখার পরে আমরা বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ করে এটা নিয়ে এসেছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত