Ajker Patrika

খুবি অনাবাসিক শিক্ষার্থীরা নাখোশ

খুবি প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৭
খুবি অনাবাসিক শিক্ষার্থীরা নাখোশ

প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবস উপলক্ষে হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবারের (হল ফিস্ট) আয়োজন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) কর্তৃপক্ষ। আবাসিক শিক্ষার্থীরা বিনা মূল্যে এই খাবার পাবেন। তবে এ থেকে বঞ্চিত হচ্ছেন হলগুলোর প্রায় পাঁচ হাজার অনাবাসিক শিক্ষার্থী। এ নিয়ে অনাবাসিক শিক্ষার্থীরা নাখোশ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাত হাজার শিক্ষার্থীর মধ্যে পাঁচ হাজার শিক্ষার্থীই বিভিন্ন হলগুলোতে অনাবাসিক হিসেবে সংযুক্ত রয়েছেন। এ ক্ষেত্রে বিজয় দিবস উদ্‌যাপনে উন্নতমানের খাবার শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের জন্য আয়োজন করায় অসন্তোষ দেখা দিয়েছে।

শিক্ষার্থীরা জানান, অপর্যাপ্ত আবাসন ব্যবস্থার কারণে হলগুলোতে তারা যথাসময়ে সিট পাচ্ছেন না। বিশেষ দিবসগুলোতে হলে যেসব ফিস্টের আয়োজন করা হয় তাতে অনাবাসিক শিক্ষার্থীদের অংশ নেওয়ার সুযোগ থাকে না। অন্তত বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হল ফিস্টে অনাবাসিক শিক্ষার্থীদের অন্তভুক্ত করার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের খান জাহান আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল জব্বার বলেন, ‘এ বিষয় নিয়ে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত