Ajker Patrika

অত্যাচার সইতে না পেরে ‘আত্মহত্যা’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শারমিন আক্তার (২৬) নামের এক গৃহবধূর আত্মহত্যার খবর পাওয়া গেছে। উপজেলার সিঙ্গারবিল গ্রামে গত সোমবার এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গৃহবধূর লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় বিজয়নগর থানা-পুলিশ।

পরিবারের অভিযোগ, শ্বশুর-শাশুড়ি ও স্বামীর অত্যাচার সহ্য না করতে পেরে কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে শারমিন আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের চকবাজার এলাকার হারুন মিয়ার মেয়ে।

পরিবার সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সিঙ্গারবিল গ্রামের জাকির মিয়ার সঙ্গে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য প্রায়ই মারধর করা হতো তাঁকে। সোমবার বিকেলে কেরি পোকা মারার ট্যাবলেট খান গৃহবধূ। পরে মুমূর্ষু অবস্থায় শারমিনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারমিনের মৃত্যু হয়।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, ‘কেরি পোকা মারার ট্যাবলেট খেয়ে এক গৃহবধূর আত্মহত্যার খবর পেয়েছি। লাশ ময়নাতদন্তের নেওয়া হয়েছে। এখনও কোনো অভিযোগ পাইনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত