Ajker Patrika

‘সব মানুষের পাশে দাঁড়ায় আ.লীগ’

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৬: ৪৭
‘সব মানুষের পাশে দাঁড়ায় আ.লীগ’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘যখনই আওয়ামী লীগের হাতে বাংলাদেশে এসেছে। যা কিছু ভালো তা আওয়ামী লীগ করেছে। স্বাধীনতা এনেছে আওয়ামী লীগ, গরিবের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সকল ধর্মের পাশে দাঁড়ায় আওয়ামী লীগ। সব মানুষের সঙ্গে আওয়ামী লীগ সমান আচরণ করে।’

গত শুক্রবার বিকেলে সুনামগঞ্জে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় ১৩১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ইউকে’র রিসোর্স সেন্টার পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের বুকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। যাঁরা সরকারের অনেক বিষয়ে একমত না, তাঁরাও স্বীকার করেন শেখ হাসিনা বাংলাদেশকে বিশাল পরিবর্তন করেছেন।

বাংলাদেশের সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, করোনা মহামারিতে বাংলাদেশ ইংল্যান্ডের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। ইংল্যান্ডের তুলনায় বাংলাদেশে অর্থ, চিকিৎসক, চিকিৎসাসামগ্রী কম থাকা সত্ত্বেও আমরা করোনা মোকাবিলায় সক্ষম হয়েছি। বর্তমানে করোনা প্রায় শেষ।

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের আয়োজনে ট্রাস্টের নিজস্ব ভবন পরিদর্শন অনুষ্ঠানে ১৭ জন ট্রাস্টি উপস্থিত ছিলেন। এ সময় পরিকল্পনামন্ত্রীর কাছে নবনির্মিত ভবনের চাবি ও হিসাব হস্তান্তর করা হয়।

এর আগে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত