Ajker Patrika

সড়কে প্রাণ গেল চারজনের

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৮: ৩৯
সড়কে প্রাণ গেল চারজনের

সিরাজগঞ্জের তাড়াশ, ঝিনাইদহের মহেশপুর এবং যশোর শহরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।

আজকের পত্রিকার তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৩০) ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত আনোয়ার ওই ট্রলির হেলপার ছিলেন। তাঁর বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী গ্রামে। তাড়াশ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম এই দুর্ঘটনা এবং একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার ভোররাতে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর মোহাম্মদ (৭৫) নামের এক বৃদ্ধ। তিনি ঝিনাইদহে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। নিহত নূর মোহাম্মদ ঝিনাইদহের মহেশপুরের গোয়ালহুদা গ্রামের বাসিন্দা।

নিহত নূর মোহাম্মদের ভাই জিয়াউর রহমান আজকের পত্রিকার যশোর প্রতিনিধিকে জানান, রোববার বিকেলে বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল নূর মোহাম্মদকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোববারই তাঁকে সেখান থেকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ জানান, নূর মোহাম্মদ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আসেন। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল। চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তাঁর মৃত্যু হয়।

যশোর শহরে ট্রাকের ধাক্কায় শাহজাহান আলী (৪৫) নামের আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তাঁর ছেলে সিয়াম। সিয়ামকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহজাহান শহরতলি মুড়লির জোড়া মন্দির এলাকার নূর মোহম্মদের ছেলে। পরিবার সূত্র জানিয়েছে, শাহজাহান রোববার সন্ধ্যা ৬টার দিকে শহরের স্টেডিয়ামপাড়া থেকে ছেলে সিয়ামকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বকচর পৌঁছালে তাঁদের মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাহজাহান আলীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন সিয়ামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।

ত্রিশালের দুর্ঘটনায় চালক গ্রেপ্তার: ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় সাতজন নিহত হওয়ার ঘটনায় বাসটির চালক আনসার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার সকালে নরসিংদীর মনোহরদী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে গতকাল দুপুরে রাজধানীর মালিবাগে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত