Ajker Patrika

সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় মামলা

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১৭: ২৩
সাংবাদিক লাঞ্ছনার  ঘটনায় মামলা

গোলাপগঞ্জে ক্যামেরা ছিনতাই ও সাংবাদিককে লাঞ্ছনার ঘটনায় মামলা হয়েছে। মাছরাঙ্গা টেলিভিশন সিলেট ব্যুরোর ক্যামেরাপারসন শুভ্র দাসের অভিযোগ গোলাপগঞ্জ মডেল থানায় মামলা হিসেবে রেকর্ডভুক্ত করা হয়।

গত শুক্রবার দ্রুত বিচার আইনে আটজনের নাম উল্লেখ ও ২০/২২ জনকে অজ্ঞাতনামা হিসেবে মামলাটি রেকর্ডভুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন-ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের আবু সুফিয়ান উজ্জ্বল, ফতেহপুর গ্রামের মইনুল ইসলাম, সুফিয়ান, দেলোয়ার হোসেন, এনামুল করীম, রেজাউল করীম, হাওরতলার মুহিদ ও ফতেহপুর গ্রামের আবের।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৬ ডিসেম্বর ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের নির্বাচন চলকালে ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম লুটের খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সেখানে যান। এ সময় দুর্বৃত্তরা সাংবাদিকদের লাঞ্ছিত করে ও ক্যামেরা নিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ক্যামেরাটি উদ্ধার করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত