Ajker Patrika

নৌকার দুই এজেন্টকে মারধরের অভিযোগ

চান্দিনা প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ৩৭
নৌকার দুই এজেন্টকে মারধরের অভিযোগ

চান্দিনা উপজেলায় পৃথক দুটি হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দায়িত্ব পালন করা নৌকার দুই এজেন্ট আহত হয়েছেন। গত শুক্রবার উপজেলার মাইজখার ও বাড়েরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সকালে মাইজখার ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মো. লিটন প্রধানকে পিটিয়ে আহত করে আওয়ামী লীগের অপর একটি পক্ষ। আহত যুবলীগ নেতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অপর দিকে একই দিন বিকেলে উপজেলার বাড়েরা ইউনিয়নের নৌকার এজেন্ট আল আমিনকে (২৮) এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে বিদ্রোহী প্রার্থীর নেতা–কর্মীরা। তিনি মাথায় ও পায়ে আঘাত পান। তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত আল-আমিন উপজেলার বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, ৫ জানুয়ারির ভোটের পর থেকে বিভিন্ন স্থানে নৌকার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটু বলেন, ‘নৌকার পক্ষে কাজ করেছে। নৌকার এজেন্ট ছিলেন। এটাই লিটন ও আল-আমিনের অপরাধ। আমরা অপরাধীদের শাস্তি দাবি করছি। চান্দিনাজুড়ে নৌকার নেতা-কর্মী, সমর্থক, ভোটাররা এখন আতঙ্কে রয়েছেন। তাঁরা হামলা-মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।

এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠিয়েছি। পুলিশ আহতদের সঙ্গে কথা বলেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত ৫ জানুয়ারি চান্দিনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ করা হয়।

উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৯টিতেই হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থী। এগুলোতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত