Ajker Patrika

হাতীবান্ধায় নৌকার ওপর ঘোড়ার হামলা, আহত ১০

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৫
হাতীবান্ধায় নৌকার ওপর ঘোড়ার হামলা, আহত ১০

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘোড়া ও নৌকা প্রতীকের কর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। গত সোমবার রাতে গেন্দুকুড়ি এলাকায় এবং গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় নৌকার আহত কর্মী মতিনুর রহমান মতিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। তবে তাঁদের নাম-পরিচয় জানায়নি।

সংঘর্ষে আহতরা হলেন উপজেলার টংভাঙ্গা এলাকার মজিবর রহমান, সজীব, অলক রায়, আলামিন হোসেন, সাইফুল ইসলাম, দবিয়ার রহমান, মতিনুর রহমান মতিন, সেলিম, লুলু ও এনামুল। তাঁদের মধ্যে মুজিবুর ও মতিনের হাত ভেঙে গেছে। এদিকে, সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছেন এই ইউপিতে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান সাতা ও নৌকা প্রতীকের সেলিম হোসেন। তাঁরা সংঘর্ষের ঘটনায় একে অপরের দিকে অভিযোগ তোলেন।

সোমবার রাতে গেন্দুকুড়ি এলাকায় নৌকা ও ঘোড়ার কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নৌকার ১০ কর্মী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। গুরুতর আহত মজিবরকে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 
আহত মজিবুর রহমান বলেন, ‘হাবিবুর ও তাঁর লোকজন আমাদের মারধর করেছে। মারধরে আমার হাত ভেঙে গেছে।’

এদিকে মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় নৌকা ও ঘোড়ার কর্মীদের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘোড়ার চারজনকে আটক করে থানায় নেয়। এ বিষয়ে নৌকার প্রার্থী সেলিম হোসেন বলেন, ‘জামায়াত নেতা হাবিবুর রহমান ও শিবিরের ক্যাডাররা নৌকার কর্মীদের ওপর হামলা করেছে। দুজনের হাত ভেঙে গেছে। মঙ্গলবার সকালে শিবিরের ক্যাডাররা হাসপাতালে প্রবেশ করে চিকিৎসাধীন আহতদের ওপর ফের হামলা করে। আমার ভাই লুলুকে শিবিরের ক্যাডাররা কুপিয়ে জখম করেছে। বহিরাগত শিবিরের ক্যাডার দিয়ে নির্বাচন করছেন সাতা।’

ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান সাতা বলেন, ‘আমরা কোনো হামলা করিনি। তাঁরাই আমাদের ওপর হামলা করেছে। আমাদের আহত কর্মীরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেলিম ও তাঁর ভাই মাসুদ তাঁদের আটক করেন। এলোপাতাড়ি মারধর করে অস্ত্র দিয়ে পুলিশে সোপর্দ করেন।’ 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মার্জিয়া বলেন, আহতদের মধ্যে দুজনের হাত ভেঙে গেছে। এর মধ্যে একজকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

থানার ওসি এরশাদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের পরিচয় প্রকাশ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত