Ajker Patrika

প্রধান শিক্ষক ছাড়া চলছে ২৯ প্রাথমিক বিদ্যালয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১০: ৪৮
প্রধান শিক্ষক  ছাড়া চলছে  ২৯ প্রাথমিক বিদ্যালয়

চট্টগ্রামের মিরসরাইয়ের ছয় ভাগের এক ভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক। এ ছাড়া অন্তত ১০০ সহকারী শিক্ষকসহ বেশ কিছু পদ শূন্য রয়েছে। এতে শিক্ষার্থীদের পাঠদানে সংকট সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও মিরসরাই পৌরসভায় মোট ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২৯টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ৯৫টি পদ শূন্য। ৪৯টি বিদ্যালয়ে দপ্তরি কাম প্রহরী হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। এ ছাড়া উপজেলায় ৫ জন সহকারী শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা অফিসের ২টি অফিস সহকারী পদ খালি।

উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোকে নয়টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। এগুলো হলো করেরহাট, চিনকির আস্তানা, জোরারগঞ্জ, বামনসুন্দর, ঝুলনপোল, রঘুনাথপুর, মিরসরাই সদর, আবুতোরাব ও সরকারহাট। প্রত্যেক ক্লাস্টারে একজন করে সহকারী শিক্ষা কর্মকর্তা দায়িত্ব পালনের নিয়ম থাকলেও নয়টি ক্লাস্টারের জন্য রয়েছে মাত্র চারজন। ৫ জন সহকারী শিক্ষা কর্মকর্তার পদ খালি রয়েছে।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মাসে খুলেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এমন সময়ে শূন্য পদগুলোর কারণে মিরসরাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানে সংকট দেখা দিয়েছে।

উপজেলার পশ্চিম অলিনগর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১৪ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন মাত্র চারজন। একই রকম চিত্র অন্তত অর্ধশত প্রাথমিক বিদ্যালয়ে।

চিনকি আস্তানা ও সরকারহাট ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু তোয়াব মজুমদার বলেন, ‘আমি দুটি ক্লাস্টারের অধীনে ৫০টি বিদ্যালয়ের দায়িত্ব পালন করি। এতগুলো বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী বলেন, কর্মকর্তা সংকট থাকায় চারজন সহকারী শিক্ষা কর্মকর্তা নয়টি ক্লাস্টারের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২৯টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চালানো হচ্ছে শিক্ষা কার্যক্রম।

তবে এসব সংকট থাকলেও সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত