Ajker Patrika

হৃদয় হত্যার একমাত্র আসামি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৪: ৩৫
হৃদয় হত্যার একমাত্র আসামি গ্রেপ্তার

কুমিল্লা নগরীর সুজানগর পশ্চিমপাড়া এলাকায় আবদুল করিম হৃদয় হত্যা মামলায় রাজিব হোসেনকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার কুমিল্লার কোতোয়ালি থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। খুনের ঘটনার পর থেকেই এই মামলার একমাত্র আসামি রাজিব আত্মগোপনে ছিলেন। তিনি দেশত্যাগ করার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার রাজিব সুজানগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। হৃদয়ের স্ত্রী রূপা আক্তার গত ১৭ নভেম্বর সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত আবদুল করিম হৃদয় সংরাইশ এলাকার গেদু পোদ্দার বাড়ির বাসিন্দা ছিলেন।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোরুল আজিম জানান, মামলার একমাত্র আসামি হচ্ছেন রাজিব। আজ সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গত ১৭ নভেম্বর সকালে কুমিল্লার টিক্কার চর এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয় হৃদয়কে। টিক্কারচর কবরস্থান সংলগ্ন এলাকার প্রত্যক্ষদর্শী বাসিন্দারা এই তথ্য জানান। পরিবারের সদস্যদের দাবি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরেই হৃদয়ের বন্ধু রাজিব এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, সুজানগর পশ্চিম পাড়া এলাকার শাহাজাহান মিয়ার কলোনির ভাড়াটিয়া রাজিবের সঙ্গে নিহত হৃদয়ের বন্ধুত্ব ছিল। গত ১৭ নভেম্বর সকালে হৃদয় কাজের উদ্দ্যেশ্যে ঘর থেকে বের হলে রাজিব তাঁর পিছু নেন। পরে টিক্কারচর কবরস্থানের দিকে এলে রাজিব তাঁর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত