যশোর প্রতিনিধি
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ নির্মাণের জন্য কর্মসূচির ডাক দিয়েছে হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরে হাসপাতাল বাস্তবায়ন কমিটির আলোচনা সভা হয়। ওই সভা থেকে আগামী ৫ মার্চ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়।
আলোচনা সভায় জানানো হয়, ওই দিন মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়কের ওপর এ কর্মসূচি পালন করা হবে।
সভায় নেতারা বলেন, ‘দশ বছর পেরিয়ে গেলেও যশোর মেডিকেল কলেজে কোনো হাসপাতাল স্থাপন করা হয়নি। এতে একদিকে যেমন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি যশোরের সাধারণ মানুষেরাও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’
নেতারা আরও বলেন, ‘যশোর সদর হাসপাতালে জেলার রোগী ছাড়াও ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর এবং চুয়াডাঙ্গার রোগীরাও চিকিৎসাসেবা নিতে আসেন। প্রতিদিন হাসপাতালটিতে বহির্বিভাগে গড়ে ৭০০-৮০০ রোগী চিকিৎসা নিয়ে থাকেন। আর আন্তবিভাগীয় থাকেন অন্তত ৩০০-৩৫০ রোগী। রোগীদের এ চাপ সামলাতে সদর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। তা ছাড়া চিকিৎসা নিতে আসা রোগীরাও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় যশোর মেডিকেল কলেজে হাসপাতাল স্থাপনের কোনো বিকল্প নেই।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি সাঈদ আহমেদ বুলবুল, সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, নওরোজ আলম খান চপল, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, রিয়াদ রহমান, সাঈদ নাসির প্রমুখ।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ণাঙ্গ নির্মাণের জন্য কর্মসূচির ডাক দিয়েছে হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটি। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরে হাসপাতাল বাস্তবায়ন কমিটির আলোচনা সভা হয়। ওই সভা থেকে আগামী ৫ মার্চ অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়।
আলোচনা সভায় জানানো হয়, ওই দিন মেডিকেল কলেজের সামনে যশোর-খুলনা মহাসড়কের ওপর এ কর্মসূচি পালন করা হবে।
সভায় নেতারা বলেন, ‘দশ বছর পেরিয়ে গেলেও যশোর মেডিকেল কলেজে কোনো হাসপাতাল স্থাপন করা হয়নি। এতে একদিকে যেমন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি যশোরের সাধারণ মানুষেরাও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’
নেতারা আরও বলেন, ‘যশোর সদর হাসপাতালে জেলার রোগী ছাড়াও ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, মেহেরপুর এবং চুয়াডাঙ্গার রোগীরাও চিকিৎসাসেবা নিতে আসেন। প্রতিদিন হাসপাতালটিতে বহির্বিভাগে গড়ে ৭০০-৮০০ রোগী চিকিৎসা নিয়ে থাকেন। আর আন্তবিভাগীয় থাকেন অন্তত ৩০০-৩৫০ রোগী। রোগীদের এ চাপ সামলাতে সদর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হিমশিম খেতে হয়। তা ছাড়া চিকিৎসা নিতে আসা রোগীরাও নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। এ অবস্থায় যশোর মেডিকেল কলেজে হাসপাতাল স্থাপনের কোনো বিকল্প নেই।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতাল বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবুল হোসেন। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব জিল্লুর রহমান ভিটু, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজি সাঈদ আহমেদ বুলবুল, সাবেক সভাপতি সাজেদ রহমান বকুল, নওরোজ আলম খান চপল, গোলাম মোস্তফা, নুরুল ইসলাম, রিয়াদ রহমান, সাঈদ নাসির প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫