Ajker Patrika

তারকাঁটা-পেরেক থেকে মুক্তি

মিঠাপুকুর প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১২: ০৬
তারকাঁটা-পেরেক থেকে মুক্তি

মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরের গাছগুলোতে ঝোলানো বিভিন্ন ধরনের প্রচারমূলক ফেস্টুন, ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার নির্দেশে গত বুধবার এ অপসারণ করা হয়। এতে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হাসান মৃধা নেতৃত্ব দেন।

উপজেলার বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রচারের জন্য গাছগুলোতে ফেস্টুন, ব্যানার ও সাইনবোর্ড সাঁটানো হয়েছিল। এই কাজে ব্যবহার করা হয়েছিল তারকাঁটা ও পেরেক। এসব ধাতব বস্তুর আঘাতে মানুষ ও পরিবেশের পরম বন্ধু গাছগুলো ক্ষতবিক্ষত হয়ে পড়েছিল।

গাছগুলো রক্ষায় এমন প্রশংসনীয় উদ্যোগ নেওয়ায় উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোস্বামী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল কবির লিটন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদারসহ বিভিন্ন সংগঠনের নেতারা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।

অপসারণ প্রসঙ্গে ইউএনও ফাতেমাতুজ জোহরা বলেন, ‘অনেক প্রার্থীর দোয়া প্রার্থনা এবং প্রচারের জন্য ব্যানার ও ফেস্টুন পেরেক দিয়ে সাঁটানো হয়েছিল। নির্বাচনে রঙিন পোস্টার ও ফেস্টুন আইনত নিষিদ্ধ। তাই এসব অপসারণ করা হয়েছে। এ ছাড়া গাছগুলোরও ক্ষতি হচ্ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, আড়াল করতে সাউন্ডবক্সে চলে গান

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...