Ajker Patrika

বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ হেডম্যানদের

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
বাল্যবিবাহের বিরুদ্ধে শপথ হেডম্যানদের

বান্দরবানের লামায় সমাজে বাল্যবিবাহ বন্ধে শপথ নিয়েছেন হেডম্যান-কার্বারিরা। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলার হেডম্যান-কার্বারিদের নিয়ে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় এ শপথ অনুষ্ঠিত হয়।

‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি’ প্রতিপাদ্যে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভা কক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন ও গ্রীন হিল-মামনি এমএনসিএসপি প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম।

মামনি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মংছিংপ্রু মার্মা সঞ্চালনায় অনুষ্ঠানে শপথ নেন ছাগলখাইয়া মৌজার হেডম্যান মংক্যচিং মারমা, ছোট বমু হেডম্যান মংচথোয়াই মার্মা ও আলীকদমের তৈন মৌজার হেডম্যান ঞোমং মার্মা। এ ছাড়া কারবারির হলেন বড় নুনারবিল কার্বারি শৈখ্যঅং মার্মা, মাস্টার পাড়ার মংফোচিং মার্মা, মেরাখোলার মংএথোয়াই মার্মা, শিলেরতুয়া মার্মাপাড়ার মংপ্রু মার্মা, ছাগলখাইয়া মার্মাপাড়ার চংথোয়ইঅং মার্মা, ফাঁসিয়াখালী বড়পাড়ার ধুংক্যমং মার্মা ও ছোট নুনারবিল কার্বারির প্রতিনিধি উচিংহ্লা মার্মা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলার ছাগল-খাইয়া মৌজার হেডম্যান মংক্যচিং মার্মা, পৌরসভার শিলেরতুয়া মার্মাপাড়ার কার্বারি মংপ্রু মার্মা ও মামনি প্রকল্পের পিএইচডি কক্সবাজার রিজওনাল কো-অর্ডিনেটর মো. তৈহিদুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত