Ajker Patrika

শেষ হলো মহাবিজয়ের মহানায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯: ১২
শেষ হলো মহাবিজয়ের  মহানায়ক

আলোর ঝলকানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপনে দুই দিনের বিশেষ অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে এ অনুষ্ঠান দর্শক সারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পরপরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

প্রধানমন্ত্রী আসার পরপরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন সাংসদ আসাদুজ্জামান নূর। এরপর জুলফিকার রাসেল রচিত থিম সংগীত ‘পদ্মা মেঘনা বুকে নিয়ে একটাই আছে দেশ/আমার বাংলাদেশ’ গানের সঙ্গে পরিবেশিত হয় নৃত্যাঞ্চলের নৃত্য। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার নেতৃত্বে শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন হৃদয়গ্রাহী এই পরিবেশনায়। নাট্যকার মাসুম রেজা রচিত পুঁথিগানের মাধ্যমে অনুষ্ঠান উপস্থাপন করেন নাট্যশিল্পী মাসুম আজিজ।

ঐতিহ্যবাহী গম্ভীরা ও পুঁথির মাধ্যমে বর্ণনা করা হয় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অর্জনের কথা। এরপর পরিবেশিত হয় সংগীত কোলাজ। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন দেশসেরা শিল্পীরা। ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর বাংলাদেশ গানটিও পরিবেশন করা হয় সম্মিলিত কণ্ঠে।

ইমন চৌধুরীর রচনা ও তারিক আনাম খানের পরিচালনায় দেশের সমৃদ্ধির কথা তুলে ধরা হয় গানে গানে। কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয় পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল নির্মাণের কথা। সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, নকিব খান প্রমুখ শিল্পীর নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলের ৮৫ জন শিশুশিল্পী অংশ নেয় একটি হৃদয়স্পর্শী সংগীত কোলাজে।

সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সংসদের মূল ভবনে লেজার শো’র মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করা হয়। বর্ণিল কোরিওগ্রাফির মাধ্যমে কবি কামাল আবদুল নাসের চৌধুরীর লেখা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘মহাবিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমান’ গানটি পরিবেশনার মাধ্যমে রাত ৮টায় শেষ হয় দুই দিনের এই অনুষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত