নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আলোর ঝলকানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে দুই দিনের বিশেষ অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে এ অনুষ্ঠান দর্শক সারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পরপরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
প্রধানমন্ত্রী আসার পরপরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন সাংসদ আসাদুজ্জামান নূর। এরপর জুলফিকার রাসেল রচিত থিম সংগীত ‘পদ্মা মেঘনা বুকে নিয়ে একটাই আছে দেশ/আমার বাংলাদেশ’ গানের সঙ্গে পরিবেশিত হয় নৃত্যাঞ্চলের নৃত্য। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার নেতৃত্বে শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন হৃদয়গ্রাহী এই পরিবেশনায়। নাট্যকার মাসুম রেজা রচিত পুঁথিগানের মাধ্যমে অনুষ্ঠান উপস্থাপন করেন নাট্যশিল্পী মাসুম আজিজ।
ঐতিহ্যবাহী গম্ভীরা ও পুঁথির মাধ্যমে বর্ণনা করা হয় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অর্জনের কথা। এরপর পরিবেশিত হয় সংগীত কোলাজ। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন দেশসেরা শিল্পীরা। ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর বাংলাদেশ গানটিও পরিবেশন করা হয় সম্মিলিত কণ্ঠে।
ইমন চৌধুরীর রচনা ও তারিক আনাম খানের পরিচালনায় দেশের সমৃদ্ধির কথা তুলে ধরা হয় গানে গানে। কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয় পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল নির্মাণের কথা। সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, নকিব খান প্রমুখ শিল্পীর নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলের ৮৫ জন শিশুশিল্পী অংশ নেয় একটি হৃদয়স্পর্শী সংগীত কোলাজে।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সংসদের মূল ভবনে লেজার শো’র মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করা হয়। বর্ণিল কোরিওগ্রাফির মাধ্যমে কবি কামাল আবদুল নাসের চৌধুরীর লেখা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘মহাবিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমান’ গানটি পরিবেশনার মাধ্যমে রাত ৮টায় শেষ হয় দুই দিনের এই অনুষ্ঠান।
আলোর ঝলকানি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে দুই দিনের বিশেষ অনুষ্ঠান। গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ শিরোনামে এ অনুষ্ঠান দর্শক সারিতে বসে উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুরু হয় অনুষ্ঠান। ৬টার পরপরই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
প্রধানমন্ত্রী আসার পরপরই বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করা হয়। ৪০ জনের অংশগ্রহণে এ কবিতা আবৃত্তিতে নেতৃত্ব দেন সাংসদ আসাদুজ্জামান নূর। এরপর জুলফিকার রাসেল রচিত থিম সংগীত ‘পদ্মা মেঘনা বুকে নিয়ে একটাই আছে দেশ/আমার বাংলাদেশ’ গানের সঙ্গে পরিবেশিত হয় নৃত্যাঞ্চলের নৃত্য। শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার নেতৃত্বে শতাধিক নৃত্যশিল্পী অংশ নেন হৃদয়গ্রাহী এই পরিবেশনায়। নাট্যকার মাসুম রেজা রচিত পুঁথিগানের মাধ্যমে অনুষ্ঠান উপস্থাপন করেন নাট্যশিল্পী মাসুম আজিজ।
ঐতিহ্যবাহী গম্ভীরা ও পুঁথির মাধ্যমে বর্ণনা করা হয় দেশকে এগিয়ে নেওয়ার সংগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অর্জনের কথা। এরপর পরিবেশিত হয় সংগীত কোলাজ। রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন দেশসেরা শিল্পীরা। ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর বাংলাদেশ গানটিও পরিবেশন করা হয় সম্মিলিত কণ্ঠে।
ইমন চৌধুরীর রচনা ও তারিক আনাম খানের পরিচালনায় দেশের সমৃদ্ধির কথা তুলে ধরা হয় গানে গানে। কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হয় পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল নির্মাণের কথা। সৈয়দ আবদুল হাদী, রেজওয়ানা চৌধুরী বন্যা, নকিব খান প্রমুখ শিল্পীর নেতৃত্বে দেশের বিভিন্ন অঞ্চলের ৮৫ জন শিশুশিল্পী অংশ নেয় একটি হৃদয়স্পর্শী সংগীত কোলাজে।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সংসদের মূল ভবনে লেজার শো’র মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ছবি প্রদর্শন করা হয়। বর্ণিল কোরিওগ্রাফির মাধ্যমে কবি কামাল আবদুল নাসের চৌধুরীর লেখা বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ‘মহাবিজয়ের মহানায়ক শেখ মুজিবুর রহমান’ গানটি পরিবেশনার মাধ্যমে রাত ৮টায় শেষ হয় দুই দিনের এই অনুষ্ঠান।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪