Ajker Patrika

তাঁতবস্ত্র মেলায় তাঁতই নেই, ক্ষোভ দর্শনার্থীদের

মৌলভীবাজার প্রতিনিধি
তাঁতবস্ত্র মেলায় তাঁতই  নেই, ক্ষোভ দর্শনার্থীদের

তাঁতবস্ত্র মেলায় নেই তাঁতের কাপড়ের স্টল। নেই রাজশাহীর রেশম কিংবা স্থানীয় মণিপুরী তাঁতের কোনো স্টলও। এ ছাড়া অনেক স্টল ফাঁকা রেখেই মৌলভীবাজারে শুরু হয়েছে তাঁতবস্ত্র মেলা। কাঙ্ক্ষিত পণ্য না পেয়ে প্রথম দিনেই ক্ষোভ প্রকাশ করেছেন আগতরা।

গতকাল বৃহস্পতিবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের পাশে মাসব্যাপী তাঁতবস্ত্র শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে। দুপুরে মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে নেছার আহমদ বলেন, ‘তাঁত শিল্প আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি। এই মেলা যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে, সেই লক্ষ্য যেন বাস্তবায়ন হয়।’
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ আখতার বলেন, ‘আমি মেলা ঘুরে কিছুটা হতাশ হয়েছি। এখানে আমাদের রাজশাহী সিল্কের কোনো স্টল দেখলাম না। কিংবা স্থানীয় মণিপুরী তাঁতেরও কিন্তু কোনো কিছুই দেখলাম না।’

মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার প্রমুখ।

উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ইউভার্স প্রোডাক্ট অ্যান্ড ম্যানু. বিজনেস অ্যাসোসিয়েশন এই মেলার আয়োজন করেছে। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠের একাংশ জুড়ে ৭০টি স্টল নিয়ে মাসব্যাপী এই মেলা চলবে।

স্থানীয় বাসিন্দা নুরে জান্নাত বলেন, তাঁতবস্ত্র মেলায় নেই তাঁত, ফাঁকা অনেক স্টল। একটি স্টলে বিভিন্ন ধরনের শাড়ি থাকলেও খেলনা, জুতা ও খাবারের স্টলই বেশি।

কলেজশিক্ষার্থী সুমাইয়া আফরিন বলেন, ‘এখানে যে দোকানগুলো এসেছে, এগুলো আমরা স্থানীয়ভাবে পেয়ে যাই। কিন্তু রাজশাহীর যে রেশমি কাপড় আছে কিংবা মণিপুরি তাত আছে সেগুলো আমরা কিন্তু পাই না। মেলায় এসে দেখলাম কিছু টুকটাক খাবারের দোকান। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে মেলা বসার কথা সেটা কিন্তু হচ্ছে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত