Ajker Patrika

গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক ২

পাবনা ও চাটমোহর প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ০১
Thumbnail image

কৃষকের বাড়ি থেকে গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক হয়েছেন মা ও মেয়ে। গতকাল শুক্রবার ভোররাতে পাবনার চাটমোহরের রামনগর গ্রাম থেকে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন পাবনার আমিনপুর থানার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার ভোররাতের দিকে রামনগর গ্রামের নজরুল ইসলামের গোয়ালঘরের বাঁশের বেড়া খুলে মা ও তাঁর মেয়ে গোয়ালঘরে বেঁধে রাখা ৩টি গরু চুরির চেষ্টা করেন। এ সময় নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী আফরোজা খাতুন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা এসে একজনকে আটক করে। পরে তাঁরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে আটক করে। পরে গ্রামবাসীর সহযোগীতায় তার মাকেও আটক করে পুলিশে সোপর্দ করে তারা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গরু চুরির চেষ্টার ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। শনিবার (আজ) তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত