Ajker Patrika

লাঠি খেলা দেখতে ভিড়

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৭: ১৩
লাঠি খেলা দেখতে ভিড়

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নড়াইলে ঐতিহ্যবাহী গ্রামীণ লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ লাঠি খেলা দল ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

লাঠি খেলার সার্বিক সঞ্চালনা করেন অধ্যক্ষ রওশন আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কণ্ডু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিকরা ও বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী এ লাঠি খেলা উপভোগ করেন।

এ লাঠি খেলায় নড়াইল, যশোর, মাগুরা, কুষ্টিয়া চারটি জেলা থেকে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। লাঠিখেলা উৎসবে এসে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘লাঠিখেলা আমাদের বাঙালি কৃষ্টি সংস্কৃতির অংশ। জেলা প্রশাসন থেকে লাঠি খেলার দলগুলোর সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত