Ajker Patrika

কালিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় মামলা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩: ০৫
কালিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় মামলা

কালিয়ায় গৃহবধূ শ্রাবণীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত সোমবার রাতে শ্রাবণীর বাবা ফারুক শেখ বাদী হয়ে অভিযুক্ত স্বামী হাসিবুরসহ ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে কালিয়া থানায় মামলাটি করেন। ঘটনার পর থেকে স্বামী হাসিবুর ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার যাদবপুর গ্রামের হাসিবুর রহমান বিশ্বাসের সঙ্গে মাস তিনেক আগে খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালি গ্রামের ফারুক শেখের মেয়ে শ্রাবণীর বিয়ে হয়। বিয়ের কয়েক দিন পার হতে না হতেই হাসিবুরের পরিবার শ্রাবণীর বাবার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। শ্রাবণীর বাবা দাবি করা যৌতুকের ৩ লাখ টাকা জামাই হাসিবুরকে দিলেও বাকি টাকা দিতে না পারায় দুই পরিবারের মধ্যে কলহের সৃষ্টি হয়। এরপর থেকেই শ্রাবণীর ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। একপর্যায়ে ২০২১ সালের ১ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে হাসিবুর বেধড়ক পিটিয়ে আহত করলে হারিয়ে ফেলে শ্রাবণী। পরে শ্রাবণীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, ‘শ্রাবণী হত্যার ঘটনায় সোমবার রাতে থানায় একটি মামলা হয়েছে। আসামিরা পলাতক রয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত