Ajker Patrika

কাছাকাছি পিহু-ঋষি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১০: ০০
কাছাকাছি পিহু-ঋষি

বাড়ির ছাদে চলছে ঘুড়ির লড়াই। ‘লড়াই’ বলা হচ্ছে কারণ, সবাই যে শুধু এমনি এমনি ওড়াচ্ছে তা নয়। রীতিমতো প্রতিযোগিতা চলছে কার ঘুড়ির সুতো কে কাটতে পারে! ঋষিরাজ ও পিহু আছে সবার মধ্যে। ঘুড়ি ওড়ানোর লড়াইয়ে তাঁরা পরস্পরের প্রতিযোগী। এর মধ্যেই ঘটে যায় একটি ঘটনা।

ঘুড়ি কত উঁচুতে উঠল—এটা পরখ করার নাম করে ইচ্ছাকৃতভাবে একজন ধাক্কা দেয় ঋষিরাজকে। কাছাকাছি দাঁড়িয়ে ছিল গল্পের নায়িকা পিহু। ঋষি গিয়ে তার সঙ্গে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে বেজে ওঠে ‘মন ফাগুন’ সিরিয়ালের সেই আইকনিক গান ‘বাতাসে গুনগুন এসেছে ফাগুন’। ঋষি ও পিহু দুজনেই অপ্রস্তুত। তবে মুহূর্তটি যে তারা উপভোগ করে—এটা বোঝা যায়।

এ দৃশ্যের মধ্য দিয়ে ‘মন ফাগুন’ সিরিয়ালে এল বিশেষ তিন পর্ব, যার নাম রাখা হয়েছে ‘সংক্রান্তিতে পর্দা ফাঁস’। ঋষি ও পিহু পরস্পরের আরও কাছে আসবে এ তিন পর্বের গল্পে। এ দুটি চরিত্রে অভিনয় করছেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ।

‘মন ফাগুন’ এখন কলকাতার বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় সিরিয়াল। গত বছরের ২৬ জুলাই থেকে প্রচার শুরু হয়ে ‘মন ফাগুন’ এখন ২০০ পর্বের পথে। শুরু থেকেই সিরিয়ালের ঋষিরাজ ও প্রিয়দর্শিনীর রসায়ন নজর কেড়েছে দর্শকদের।

সিরিয়ালের গল্পে দুজনের অমতে বিয়ে হয় ঋষিরাজ ও পিহুর। একসঙ্গে, এক বাড়িতে থাকলেও এত দিনে ঋষি-পিহুর ভেতরে ভালোবাসা জমে ওঠেনি সেভাবে। এবার ঘুরতে যাচ্ছে গল্পের মোড়। এ সপ্তাহে তাদের পরস্পরের কাছে আসার গল্প বলবে ‘মন ফাগুন’।

স্টার জলসায় প্রতিদিন বাংলাদেশ সময় রাত ৯টায় প্রচার হচ্ছে সিরিয়ালটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত