Ajker Patrika

মডেল মসজিদ নির্মাণের দাবিতে স্মারকলিপি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ০৯: ৪৩
মডেল মসজিদ নির্মাণের দাবিতে স্মারকলিপি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ‘রামগড়ের ধর্মপ্রাণ মুসল্লি’ ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

গতকাল সকাল ১০ টায় রামগড় পৌর শহরের পুলিশ বক্স সংলগ্ন এলাকার খাগড়াছড়ি-ফেনী মহাসড়কের দুই পাশে মানববন্ধন হয়। পরে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুকের নেতৃত্বে স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের কাছে হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৯ সালে রামগড় কোর্ট মসজিদ এলাকায় উপজেলা পরিষদের জমিতে মডেল মসজিদের কাজ শুরুর উদ্যোগ বিজিবির বাধায় বন্ধ হয়ে যায়। উপজেলা প্রশাসনের নির্ধারিত ওই জায়গায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম, কওমী ওলামা পরিষদের রামগড় শাখার সভাপতি মো. আব্দুল মালেক, রামগড় সিনিয়র মাদ্রাসার শিক্ষক আব্দুল হাই নিজামী, কালাডেবা মাদ্রাসার অধ্যক্ষ আবুল বাশার।

আরও বক্তব্য দেন উপজেলা কোর্ট মসজিদের খতিব মাওলানা আকতার হোসাইন জিহাদি, উত্তর গর্জনতলি জামে মসজিদের ইমাম মো. এহসানুল হক, ইসলামপুর জামে মসজিদের ইমাম আব্দুল সাকুর প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত