Ajker Patrika

ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচল

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২: ৫৪
ভাঙা কালভার্টে ঝুঁকি নিয়ে চলাচল

নওগাঁর ধামইরহাটে ভাঙা কালভার্টের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এলাকাবাসী বলছেন, এটি দ্রুত মেরামত না করা হলে যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

পৌরসভার মঙ্গলকোঠা ও তালঝাড়ি গ্রামের মাঝপথে বাইপাস সড়কে কালভার্টটি অবস্থিত। এই সড়ক দিয়ে উপজেলার বাজার নিমতলীর মোড় ও পোস্ট অফিসের সামনে থেকে হাটখোলা হয়ে জয়পুরহাট ও বিহারিনগর বাজারসহ নওগাঁ যেতে হয়। আশপাশের গ্রামের লোকজন চলাচলসহ উপজেলার সাপ্তাহিক হাটে যেতে এই সড়ক ব্যবহার করেন। কালভার্টের ওপর দিয়ে চলে ভারী যানবাহন।

সরেজমিনে দেখা যায়, কালভার্টটি অনেক পুরোনো হওয়ায় মাঝখানের এক পাশে ভেঙে গিয়ে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, কালভার্টটি এখনই সংস্কার করা না হলে ভারী যানবাহন চলাচলে বড় ধরনের দুর্ঘটনাসহ বাইপাস সড়ক দিয়ে উপজেলাসহ পুরো এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

এ বিষয়ে সাত নম্বর ওয়ার্ড কমিশনার মো. আমজাদ হোসেন বলেন, বহুদিন ধরেই কালভার্টটি বিপজ্জনক অবস্থায় রয়েছে। তাঁরা নিজ উদ্যোগে ভেঙে যাওয়া অংশটি ঢালাই করে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন।

যোগাযোগ করা হলে উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন জানান, কালভার্টের বিষয়টি তাঁদের নজরে এসেছে। পল্লি সড়ক ও কালভার্ট মেরামত প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত কালভার্টটি মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছেন, দ্রুত এ ব্যবস্থা হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত