নিজস্ব প্রতিবেদক, কলম্বো থেকে
খেলা শুরুর আগে গতকাল এক ধারাভাষ্যকারকে দেখে ব্যাটিং নক রেখে দৌড়ে ছুটে এলেন মুশফিকুর রহিম। এসেই তাঁকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পর এলেন রঙ্গনা হেরাথ। হেরাথ যেতেই তাঁর কাছে ছুটে এলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক রসিকতায় মেতে উঠলেন ধারাভাষ্যকারের সঙ্গে। প্রেমাদাসার প্রেসবক্স থেকে তাঁকে পেছনে দেখে ঠিক বোঝা যাচ্ছিল না, তিনি আসলে কে?
একটু ঘুরে তাকাতেই চেনা গেল—শ্রীধরন শ্রীরাম। হোয়াটসঅ্যাপে বার্তা দিতেই তিনি ফিরতি বার্তায় বললেন, ‘আপনাকেও তো আমি দেখেছি।’ জানালেন, এশিয়া কাপে তামিল ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে এত সখ্য দেখে তাই প্রশ্নটা জেগেছে, কে এই ধারাভাষ্যকার। এবার একচোট হাসলেন শ্রীরাম, ‘কাম অন!’ সাকিবের সঙ্গে কী নিয়ে মজা করছিলেন, সেটিও বললেন, ‘তেমন কিছু নয়, সাধারণ কথাবার্তা। ওকে বললাম, বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের আমি অনেক পছন্দ করি; বিশেষ করে হৃদয়-শান্ত।’
ধারাভাষ্য হতে পারে শ্রীরামের খণ্ডকালীন কাজ। কোচিংয়ের সঙ্গে তিনি এখনো জড়িয়ে। কালই যেমন জানা গেল, তিনি আগামী আইপিএলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবে কাজ করবেন।
গত বছর এশিয়া কাপের আগে আকস্মিকভাবে পরামর্শক হিসেবে শ্রীরামকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর সঙ্গে সাকিবের ‘জুটি’ জমেও ছিল বেশ। শ্রীরামও বললেন, ‘হ্যাঁ, আমাদের সঙ্গে দারুণ বোঝাপড়া, একে অন্যকে ভালো পাই।’ বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুটি ম্যাচ জিতেছিল। পরে অবশ্য বিসিবির সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল লম্বা মেয়াদে কোচ হওয়ার। আইপিএল প্রতিশ্রুতিসহ আরও কিছু বিষয়ে ব্যাটে-বলে না মেলায় বিসিবির সঙ্গে অধ্যায়টি তাঁর আর দীর্ঘ হয়নি। তবে তাতে সাবেক শিষ্য আর সহকর্মীদের সঙ্গে সম্পর্কে নিশ্চয়ই মরচে ধরে না।
তো কেমন উপভোগ করছেন এশিয়া কাপের ধারাভাষ্য? ‘দুর্দান্ত’—শ্রীরামের এককথায় উত্তর। বাংলাদেশ পারবে শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে? ইনিংস বিরতিতে শ্রীরাম আশাবাদীই ছিলেন, ‘অবশ্যই সম্ভব।’ সাবেক শিষ্যদের ওপর শ্রীরামের আস্থা থাকলেও তাঁর আশাটা পূরণ করতে পারেননি সাকিব-মুশফিকরা৷
খেলা শুরুর আগে গতকাল এক ধারাভাষ্যকারকে দেখে ব্যাটিং নক রেখে দৌড়ে ছুটে এলেন মুশফিকুর রহিম। এসেই তাঁকে জড়িয়ে ধরলেন। কিছুক্ষণ পর এলেন রঙ্গনা হেরাথ। হেরাথ যেতেই তাঁর কাছে ছুটে এলেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক রসিকতায় মেতে উঠলেন ধারাভাষ্যকারের সঙ্গে। প্রেমাদাসার প্রেসবক্স থেকে তাঁকে পেছনে দেখে ঠিক বোঝা যাচ্ছিল না, তিনি আসলে কে?
একটু ঘুরে তাকাতেই চেনা গেল—শ্রীধরন শ্রীরাম। হোয়াটসঅ্যাপে বার্তা দিতেই তিনি ফিরতি বার্তায় বললেন, ‘আপনাকেও তো আমি দেখেছি।’ জানালেন, এশিয়া কাপে তামিল ভাষায় ধারাভাষ্য দিচ্ছেন। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে এত সখ্য দেখে তাই প্রশ্নটা জেগেছে, কে এই ধারাভাষ্যকার। এবার একচোট হাসলেন শ্রীরাম, ‘কাম অন!’ সাকিবের সঙ্গে কী নিয়ে মজা করছিলেন, সেটিও বললেন, ‘তেমন কিছু নয়, সাধারণ কথাবার্তা। ওকে বললাম, বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের আমি অনেক পছন্দ করি; বিশেষ করে হৃদয়-শান্ত।’
ধারাভাষ্য হতে পারে শ্রীরামের খণ্ডকালীন কাজ। কোচিংয়ের সঙ্গে তিনি এখনো জড়িয়ে। কালই যেমন জানা গেল, তিনি আগামী আইপিএলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবে কাজ করবেন।
গত বছর এশিয়া কাপের আগে আকস্মিকভাবে পরামর্শক হিসেবে শ্রীরামকে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর সঙ্গে সাকিবের ‘জুটি’ জমেও ছিল বেশ। শ্রীরামও বললেন, ‘হ্যাঁ, আমাদের সঙ্গে দারুণ বোঝাপড়া, একে অন্যকে ভালো পাই।’ বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুটি ম্যাচ জিতেছিল। পরে অবশ্য বিসিবির সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল লম্বা মেয়াদে কোচ হওয়ার। আইপিএল প্রতিশ্রুতিসহ আরও কিছু বিষয়ে ব্যাটে-বলে না মেলায় বিসিবির সঙ্গে অধ্যায়টি তাঁর আর দীর্ঘ হয়নি। তবে তাতে সাবেক শিষ্য আর সহকর্মীদের সঙ্গে সম্পর্কে নিশ্চয়ই মরচে ধরে না।
তো কেমন উপভোগ করছেন এশিয়া কাপের ধারাভাষ্য? ‘দুর্দান্ত’—শ্রীরামের এককথায় উত্তর। বাংলাদেশ পারবে শ্রীলঙ্কার দেওয়া ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে? ইনিংস বিরতিতে শ্রীরাম আশাবাদীই ছিলেন, ‘অবশ্যই সম্ভব।’ সাবেক শিষ্যদের ওপর শ্রীরামের আস্থা থাকলেও তাঁর আশাটা পূরণ করতে পারেননি সাকিব-মুশফিকরা৷
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪