Ajker Patrika

সংস্কার ও যানজট নিয়ন্ত্রণের দাবিতে স্মারকলিপি

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৪: ১৫
সংস্কার ও যানজট নিয়ন্ত্রণের দাবিতে স্মারকলিপি

শহরকে ময়লা-আবর্জনা মুক্ত, রাস্তাঘাট সংস্কার ও যানজট নিয়ন্ত্রণসহ ভাড়া নির্ধারণ করার দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর পৌর মেয়রকে স্মারকলিপি দিয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের হাতে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেয়র পরিষদের নেতাদের বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করে কাজ করার আশ্বাস দেন।

উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সহসাধারণ সম্পাদক মনোয়ার সানু, আন্দোলন সম্পাদক গৌরী চক্রবর্তী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক রাজিয়া সুলতানা পলি, পরিবেশ সম্পাদক মওদুদা বেগম প্রমুখ।

এতে উল্লেখ করা হয়, সেখানে-সেখানে উন্মুক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলে দিনাজপুর শহরকে ভাগাড়ে পরিণত করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল অবস্থা। এই অবস্থায় সবচেয়ে শারীরিক অসুস্থতার শিকার হচ্ছেন বৃদ্ধা ও অন্তঃসত্ত্বা নারীরা। এসব ভাঙা রাস্তা ও ডাস্টবিনের নোংরা দুর্গন্ধে পথচারীদের রাস্তায় চলাফেরা করা কষ্টসাধ্য শুধু নয়, বিপজ্জনক হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়।

এ ছাড়া স্মারকলিপিতে নিয়মিত ডাস্টবিন পরিষ্কার না হওয়ায় কুকুরের উৎপাত বৃদ্ধিতে পরিবেশ দূষিত হয়ে সাধারণ জনস্বাস্থ্যর ক্ষতি হচ্ছে এবং প্রসূতি মায়ের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাচ্ছে। এ অবস্থা প্রতিনিয়ত সাধারণ জনগণ দুর্ঘটনার শিকার হচ্ছেন। শহরে অটোরিকশার দৌরাত্ম্য ও ভাড়া নির্ধারিত না থাকায় প্রতিনিয়ত বিবাদ লেগেই থাকার কথাও জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত