Ajker Patrika

বাংলাদেশের অজেয় যাত্রা থামল কোন ভুলে

লাইছ ত্বোহা, ঢাকা
আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১১: ১৯
বাংলাদেশের অজেয় যাত্রা থামল কোন ভুলে

ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম বাংলাদেশের কাছে এক দুর্গে পরিণত হয়েছিল। এ মাঠে ৫০ ওভারের ক্রিকেট খেললেই যেন বাংলাদেশের অবধারিত জয়! গত আট-নয় বছরে কত দলই তো নাকানি-চুবানি আর ধবলধোলাই খেয়ে ফিরেছিল।

ব্যতিক্রম শুধু ইংল্যান্ড। গত ৭ বছরে ওয়ানডেতে বাংলাদেশ একটি সিরিজই হেরেছিল, সেটি ইংল্যান্ডের কাছে, ২০১৬ সালের অক্টোবরে। গত ডিসেম্বরেও মিরপুরে টানা দুটি ওয়ানডে জিতে ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই বাংলাদেশের অজেয় যাত্রা থামল এবার চেনা মিরপুরেই। ক্রিকেট বিশ্লেষকেরা মনে করছেন, ধারাবাহিক ব্যাটিংয়ের দৈন্য, দ্বিতীয় ম্যাচে বাজে বোলিং আর গ্রাউন্ড ফিল্ডিংও বলার মতো হয়নি।

এই ইংল্যান্ড অবশ্য সব কন্ডিশনেই দুর্দান্ত খেলার সক্ষমতা রাখে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে যাওয়ায় তাই অবাক নন বিশ্লেষক ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম। তিনি আজকের পত্রিকাকে বলেছেন, ‘ইংল্যান্ড বাংলাদেশের তুলনায় অনেক শক্তিশালী দল—ব্যাটিং-বোলিং সব দিকেই। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এটা আশা করা ঠিক হবে না। যেকোনো কন্ডিশনেই ওরা আমাদের চেয়ে ভালো দল, ভালো খেলছে।’

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল বলেছেন, প্রথম ম্যাচে আরেকটু বেশি রান হলেই জিততে পারত বাংলাদেশ, ‘প্রথম ম্যাচে আমাদের ৩০-৪০ রান কম হয়েছে। মাহমুদউল্লাহ-শান্তর জুটিটা আরেকটু বড় হলে হয়তো হতো। দ্বিতীয় ম্যাচে আমরা খারাপ খেলেছি। টস জিতে বোলিং নেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল মনে হয় আমার। ওদের স্পিন আক্রমণও অনেক ভালো। আমাদের চেয়ে ভালো, এটা মানতে হবে।’

 ফাহিম ও আশরাফুল—দুজনের কাছেই পাস নম্বর পাচ্ছে না বাংলাদেশের ব্যাটিং। আশরাফুল বললেন, ‘ব্যাটিংয়ে বাংলাদেশ ভারত সিরিজেও ভালো হয়নি। মিরাজ দুই ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছে, মাহমুদউল্লাহ এক ম্যাচে। ব্যাটিং সবাই খারাপ করছে। এটা চিন্তার বিষয়।’

ফাহিম অবশ্য ব্যাটারদের আরেকটু সময় দেওয়ার পক্ষে, ‘বোলিং মোটামুটি হচ্ছে, ব্যাটিংটা স্বাভাবিকভাবেই ভালো হচ্ছে না। ওপরের দিকে ব্যাটিং ভালো না হলে পরের ব্যাটাররা চাপে পড়ে যায়। ইংল্যান্ডের বিপক্ষে এ রকম কন্ডিশনে রান করাটা খুব সহজ নয়। ব্যাটারদের মূল্যায়ন আরেকটু সময় নিয়ে করাই ভালো। আমার মনে হয়, এ সিরিজের পর আরেকটা সিরিজ খেললে বোঝা যাবে, তাদের অবস্থা কী।’

ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি কথা হচ্ছে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে নিয়ে। দুই ম্যাচে মাহমুদউল্লাহ করেছেন ৩১ ও ৩২। আর মুশফিকের রান ১৬ ও ৪। দুজনকে নিয়ে ফাহিম বললেন, ‘ধারাবাহিকভাবে আমাদের কেউ-ই ভালো খেলে না। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। তবু তাদের বিকল্পও এখনো সেভাবে তৈরি করতে পারিনি। আমাদের মনে হতে পারে, ওকে নেব, তাকে নেব—তারা কতটা প্রস্তুত, সেটাও ভেবে দেখতে হবে। সামনে বিশ্বকাপ। যদি আমরা বদলাই, তাদের দিয়ে যদি কিছু না হয়, তখন আমরা কী করব? সেটাও একটা ব্যাপার।’

আশরাফুল বললেন, ‘মাহমুদউল্লাহ ঠিক আছে। তাকে নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। হ্যাঁ, মুশফিক ভালো খেলতে পারছে না। এত বছর খেলছে, আরেকটু ধৈর্য ধরা উচিত আমাদের।’ আর লোয়ার মিডল অর্ডারে নিষ্প্রভ আফিফ হোসেনকে নিয়ে ফাহিমের বিশ্লেষণ, ‘ও যেখানে ব্যাটিং করছে, সে জায়গায় সাধারণত সে খেলে অভ্যস্ত না (আফিফ)। আরও ওপরে খেলার ব্যাটার। ওপরের ব্যাটার ওই জায়গায় গিয়ে অনেক সময় ভালো খেলতে পারে না (ছয়-সাত)। ওর নিজস্ব একটা ব্যাটিং পরিকল্পনা থাকা দরকার।’

বোলারদের মধ্যে বেশি কথা হচ্ছে মোস্তাফিজুর রহমানকে নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে উইকেটশূন্য। সর্বশেষ ১৫ ওয়ানডে ম্যাচে উইকেট ১১টি। পছন্দের মিরপুরেও সর্বশেষ ৫ ম্যাচে মোস্তাফিজের শিকার মাত্র ১টি। পরশু ম্যাচ শেষে অধিনায়ক তামিম তাঁকে নিয়ে বলছিলেন, ‘সত্যি বলতে কি, অটো চয়েস বলতে কিছু নেই।’ আর ফহিম বললেন, ‘ওর কাছ থেকে যেটা আশা করি, আমরা পাচ্ছি না। তার মতো একজন পেসারের যে তেজ থাকা উচিত, বিপক্ষে দলকে যে চাপে ফেলতে পারার কথা ওর, সেটা দেখিনি।’

আশরাফুল এখানে অধিনায়কের ভূমিকাও সামনে আনলেন, ‘একজন অধিনায়কই পারে তার বোলারকে সঠিক সময়ে ব্যবহার করতে। পাওয়ার প্লেতে বল দিচ্ছে না। যেহেতু পেস বোলার, তাকে যদি বল না দেন, ১০-১৫ ওভার পর বোলিংয়ে আনলে, সফল না হলে একটা চাপ তো আসবেই। ওকে নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করা উচিত—নতুন বলে ৩ ওভার, আবার মাঝে।’

সিরিজ তো গেছেই। ধবলধোলাই এড়াতে গতকাল চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ। চট্টগ্রামের রানপ্রসবা উইকেটে  সান্ত্বনার জয়ের খোঁজে তামিমেরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত