Ajker Patrika

বিনা মূল্যে বীজ ও সার পেলেন কৃষকেরা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ২০: ০২
বিনা মূল্যে বীজ ও সার পেলেন কৃষকেরা

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৭ হাজার ৮৪৫ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস। অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে, আনুষ্ঠানিকভাবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থ বছরে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর, খেসারী ও বোরো উৎপাদন উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রণোদনা কর্মসূচীভূক্ত আওতায় উপজেলায় ৭ হাজার ৮৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা হাকিম তানিম প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কৃষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপসহকারী কৃষি কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত