Ajker Patrika

মা ও ছেলে ইউপি সদস্য

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৩: ৫৫
মা ও ছেলে ইউপি সদস্য

মাদারীপুরের শিবচর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মা ও ছেলে সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৫ জানুয়ারি নির্বাচনে উপজেলার কাঁঠালবাড়ী ইউপির সংরক্ষিত সদস্য পদে মা মোসা. লুৎফুন্নেছা ও ছেলে মো. চুন্নু মিয়া সদস্য নির্বাচিত হয়েছেন।

মোসা লুৎফুন্নেসা প্রথম নির্বাচনে পরাজিত হলেও এবার জনগণ ভোট দিয়ে বিজয়ী করেছেন। আর ছেলে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জয় পেয়েছেন।

জানা গেছে, গত ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করেন মোসা. লুৎফুন্নেছা বেগমসহ ৩ জন। তিনি মাইক প্রতীক নিয়ে নির্বাচন করেন। এখানে মোট ৪ হাজার ৩৪৪ ভোট কাস্ট হয়। এর মধ্যে ৪৪৪টি ভোট বাতিল হয়। এই আসনে ২ হাজার ২৪৭ ভোট পেয়ে মোসা. লুৎফুন্নেছা বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোসা. তাছলিমা আক্তার পান ১ হাজার ৬৫৩ ভোট।

এ দিকে ২ নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য পদে অংশ নেন ছেলে মো. চুন্নু মিয়া। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ৩ জন। মো. চুন্নু মিয়ার প্রতীক ছিলে মোরগ। এই ওয়ার্ডে মোট ভোট কাস্ট হয় ৬৫৩ টি। এর মধ্যে ৪৪টি ভোট বাতিল হয়। মো. চুন্নু মিয়া ৩৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জিয়াউর পান ৬৭ ভোট।

এলাকার মানুষ তাঁদের ডাকেন ‘চরের সাথি’ হিসেবে। বিপদে-আপদে এলাকাবাসীর পাশে থাকেন তাঁরা। মা ও ছেলের বিজয়ে তাই খুশি পদ্মাচরের বাসিন্দারা। যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়েছেন বলে দাবি ভোটারদের। তারপাশা এলাকার বাহাদুর হোসেন বলেন, ‘চরের মানুষ যাকে সুখে-দুঃখে পাই, তাদের ভোটে বিজয়ী করেছি। ভবিষ্যতেও তাঁদের সমর্থন দেব।’

মো. চুন্নু মিয়া বলেন, ‘জনগণের ভালোবাসায় আমার জয়লাভ করেছি। চরের মানুষই আমাদের বিজয়ের শক্তি। তাঁদের জন্যে জীবন দিতেও রাজি।’

মোসা. লুৎফুন্নেছা বলেন, ‘গতবার হেরেছিলাম। এবার জয়লাভ করেছি। বয়স অনেক হয়েছে তাই, এটাই ছিল আমার শেষ নির্বাচন। ভোটারদের এটা বোঝাতে পেরেছি। সবাই আমাকে ভোট দিয়েছেন। যত দিন বাঁচব তত দিন সুখে দুঃখে জনগণের পাশে থাকব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

সিএমএইচে মাগুরার শিশুটির অবস্থা অপরিবর্তিত: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত