Ajker Patrika

উন্নয়নে মানুষ খুশি অসন্তুষ্ট বিএনপি

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৩: ৫০
Thumbnail image

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়নে মানুষ খুশি, কিন্তু বিএনপি অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন দেশের সুনাম যাতে ক্ষুণ্ণ হয় সে জন্য টাকা পয়সা খরচ করে অপপ্রচার চালাচ্ছেন বিএনপি নেতারা। তাঁরা দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছেন এবং লবিস্ট নিয়োগ করেছেন।

গতকাল শুক্রবার দুপুরে সিলেট সার্কিট হাউসে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিতের মতো কথা বলেন। বিভিন্ন ডিপার্টমেন্টে তিনি চিঠি লিখেছেন বাংলাদেশকে সাহায্য না দেওয়া ও সাহায্য পুনর্মূল্যায়নের জন্য। একটি দলের মহাসচিব কীভাবে এটা পারেন বলেও তিনি প্রশ্ন রাখেন।

দলের তরুণ নেতা কর্মীদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার সাফল্যের ভাগীদার দেশের জনগণ। কিন্তু এই সাফল্য তরুণ নেতা কর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণে মাঝে মাঝে ম্লান হয়ে যায়। এ সময় তিনি তরুণ নেতা কর্মীদের আরও বিনয়ী হওয়ার পরামর্শ দেন।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত