Ajker Patrika

ভূত ডট কমের গল্পের সিনেমায় আফরান নিশো

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ভৌতিক ঘটনা নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। দেশের বিভিন্ন রেডিও স্টেশনগুলোতে তাই ভৌতিক ঘটনা নিয়ে নানা অনুষ্ঠান প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানগুলো বছরের পর বছর শ্রোতাদের বিনোদিত করছে। প্রতি শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটে এমনই এক অনুষ্ঠান ‘ভূত ডট কম’ দিয়ে ভয়ের রাজ্যে শ্রোতাদের স্বাগত জানান আরজে রাসেল। এরপরেই গা-ছমছমে গল্পের জগতে বিচরণ করতে থাকেন শ্রোতারা। এবার পর্দায় আসছে সেই গল্পগুলো। ‘ভূত ডট কম’ অনুষ্ঠানে প্রচারিত গল্পগুলো নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা। সম্প্রতি শুটিং শেষ হয়েছে তানভীর তুষারের গল্প অবলম্বনে নির্মিত ‘শনশন’ সিনেমার। পরিচালনা করছেন আবিদ মল্লিক। অভিনয় করেছেন আফরান নিশো, সামিয়া অথৈ, রোশনি প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে আরজে রাসেল ও তানভীর তুষারকেও। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই বিঞ্জ প্ল্যাটফর্মে মুক্তি পাবে এটি।

পরিচালক আবিদ মল্লিক বলেন, ‘আরজে রাসেলের অনুষ্ঠানে নানাজন অতি প্রাকৃতিক বা প্যারানরমাল গল্প বলেন। ওখান থেকেই বেশ কিছু গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ হচ্ছে। আমাদের তিনটি গল্প দেওয়া হয়েছিল। একটি বেছে নিয়েছি। সিনেমাগুলো মূলত ভূত ডট কমের তত্ত্বাবধানেই তৈরি হচ্ছে।’ 
আফরান নিশো বলেন, ‘মজার ব্যাপার হলো, এই সেটে আমার জীবনের গুরুত্বপূর্ণ দুই মানুষকে পেয়েছি। অমিতাভ রেজা ভাইয়ের হাত ধরে আমার বিজ্ঞাপনের মডেল হওয়া, আর আমার প্রথম একক নাটকের পরিচালক আবিদ মল্লিক ভাই। দীর্ঘদিন পর ওনাদের সঙ্গে কাজ করেছি। সময় নিয়ে যত্ন নিয়েই কাজটি হয়েছে। শুটিংয়ের জন্য দীর্ঘ প্রস্তুতিও ছিল। আশা করছি কাজটি আমার জন্য স্পেশাল হয়ে থাকবে।’

শুটিংয়ে সামিয়া অথৈ, আফরান নিশো, অমিতাভ রেজা ও আবিদ মল্লিক‘শনশন’-এর ক্রিয়েটিভ প্রোডিউসার অমিতাভ রেজা চৌধুরী। প্রযোজক আসাদুজ্জামান সকাল। এক্সিকিউটিভ প্রোডিউসার মাহজাবিন রেজা চৌধুরী। অমিতাভ রেজার ডিজিটাল শ্যাডোর ব্যানারে তৈরি হয়েছে সিনেমাটি।

নিশোর জীবনের প্রথম একক নাটক ‘কায়াকর’ পরিচালনা করেছিলেন আবিদ মল্লিক। দীর্ঘদিন পর একসঙ্গে কাজ হচ্ছে। পরিচালক আবিদ বলেন, ‘নিশোর লুকে গ্ল্যামার এবং হিরোইজম একটা ব্যাপার আছে। খুব স্মার্টলি সেটা প্রেজেন্ট করা যায়। তবে গল্পের প্রয়োজনে আমরা সেটা ভাঙার চেষ্টা করেছি। সাম্প্রতিক সময়ে নিশোকে এমন লুকে দেখা যায়নি। এই নতুন লুকটা তৈরি করতে প্রায় এক মাস সময় লেগেছে আমাদের। গ্রামের একটা ছেলে। সে তেমন কিছুই করে না। যখন যা পায় সেই কাজই করে। মাঝে মাঝে মাছ ধরে। এর সঙ্গে গল্পের গভীর সংযোগ রয়েছে। বাকিটা খোলাসা করতে চাচ্ছি না।’ 

হরর জনরার কাজ। পুরো গল্পটা রাতেই শুটিং করা। মানিকগঞ্জে হয়েছে শুটিং। পরিচালক আবিদ বলেন, ‘মামুন ইয়ং ও ট্যালেন্ট একজন সিনেমাটোগ্রাফার। অসাধারণভাবে ভৌতিক ব্যাপারটি ক্যামেরায় ফুটিয়ে তুলেছেন। ‘‘কাইজার’’ সিরিজেরও সিনেমাটোগ্রাফি করেছেন তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত