Ajker Patrika

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পতাকা শোভাযাত্রা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৫: ৫১
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পতাকা শোভাযাত্রা

রাজবাড়ীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জাতীয় পতাকা শোভাযাত্রা করেছে। গতকাল বুধবার জেলা আনসার ও ভিডিপির কার্যালয় থেকে সকাল ১০টার দিকে এ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় ঘুরে জেলা আনসার অফিসে এসে এটি শেষ হয়।

শোভাযাত্রায় সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা কুসুম কুমার রায়, সদর উপজেলা প্রশিক্ষক খানে আলম, গোয়ালন্দ উপজেলা প্রশিক্ষক জসিম উদ্দিন, কালুখালী উপজেলা প্রশিক্ষক মানিক মিয়া, বালিয়াকান্দি উপজেলা প্রশিক্ষক আবু সাইদ মাতুব্বরসহ জেলার ৫ উপজেলার আনসার ভিডিপির কমান্ডার সদস্যরা উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে সদর উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা কুসুম কুমার জানান, মহান মুক্তিযুদ্ধের শুরুতে ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের আম্রকাননে (মুজিবনগরে) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে আনুষ্ঠানিক শপথ গ্রহণকালে আনসার প্লাটুন কমান্ডার ইয়াদ আলীর সঙ্গে ১২ জন বীর আনসার সদস্য গার্ড অব অনার দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ জন কর্মকর্তা, ৩ জন কর্মচারী ও ৬৫৮ জন সদস্য শহিদ হন। এ বাহিনীর ৪০ হাজার থ্রি নট থ্রি রাইফেল ছিল স্বাধীনতা যুদ্ধের মূল শক্তি। মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বাহিনীর একজন সদস্য বীর বিক্রম এবং দুজন বীর প্রতীক খেতাবে ভূষিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত